কখনো অটো উল্টে আহত হচ্ছে আবার কখনো ইঞ্জিন ভ্যান পাল্টি হয়ে যাচ্ছে যার কারণে প্রতি নিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। প্রশাসনের কোনোরকম নজর নেই। এই রাস্তা শেষ ২০০৯ সালে রাস্তার কাজ হয়েছিল তারপরে আর সেভাবে এই রাস্তার কাজ হয়নি। ভোট গেছে ভোট এসেছে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু এই রাস্তা যেমন ছিল ঠিক তেমনি আছে কোন রকম কাজ হয়নি রাস্তার যে ভয়ানক পরিস্থিতি হয়েছে তা তে গাড়ি চলা তো দূরের কথা মানুষ হেঁটে যেতে সমস্যার হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ সাগরে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার ১৮ মৎস্যজীবী
পাশাপাশি এই বিষয়ে কুলতলীর বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল তিনি জানান কুলতলির বিধানসভা বিশেষ করে কুলতলির ব্লকে অনেকগুলি রাস্তা বেহাল অবস্থায় আছে সেগুলি আমরা চিহ্নিত করে দপ্তরকে জানিয়ে চিঠি করা হয়েছে খুব তাড়াতাড়ি কাজ চালু হবে। পাশাপাশি ধোসা থেকে কেল্লা এই রাস্তাটি সেচ দফতরের মধ্যে আছে আমরা কথা বলেছি আধিকারিকরা এসে রাস্তা দেখে গিয়েছে রাস্তার কাজ তাড়াতাড়ি হবে বলে জানিয়েছেন কুলতলির বিধায়ক।
আরও পড়ুনঃ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের! অস্ত্র-সহ গ্রেফতার এক
তবে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে। কবে কাজ হবে জানি না তবে যত সম্ভব তাড়াতাড়ি ওই রাস্তার কাজ হলে গাড়ি চালক থেকে সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবে।
Suman Saha





