স্থানীয়দের কাছে এই খেয়াঘাটটি যাতায়াতের প্রধান মাধ্যম। খেয়াঘাটে বর্তমানে নেই কোনো রেলিং এর ব্যবস্থা। ফলে যেকোনো মুহূর্তে দূর্ঘটনার সম্ভবনা থেকেই যায়। এছাড়াও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খেয়াঘাটটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে যাওয়ার ভয় থাকে। রাতে সেখানে কোনো আলোর ব্যবস্থাও নেই। সন্ধ্যার পর এই খেয়াঘাট ব্যাবহার করা বিপজ্জনক হয়ে ওঠে। এ নিয়ে স্থানীয় এক বাসিন্দা সুভাষ মন্ডল জানান খেয়াঘাটের অবস্থা এতটাই বেহাল যে খেয়াঘাট দিয়ে পারাপার করতেই ভয় লাগে তাঁদের।
advertisement
আরও পড়ুনঃ রায়দিঘীতে মাছের ভেড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, ঘনাচ্ছে রহস্য
বাইক অথবা সাইকেল নিয়ে পারাপার করতে খুবই অসুবিধা হয়। রাতে একবারেই খেয়াঘাট ব্যবহার করা যায় না। খেয়াঘাটের উভয় প্রান্তের রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। যা নিয়ে বারবার প্রশাসনের সর্বস্তরে জানানো সত্বেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। যদিও এ নিয়ে স্থানীয় কনকনদিঘী গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ কর জানান খেয়াঘাটটি কিছুদিন খারাপ অবস্থায় ছিল। বর্তমানে সংস্কারের কাজ করা হয়েছে। রাস্তাটি খারপ অবস্থায় রয়েছে। কিছুদিনের মধ্যে পঞ্চায়েতের পক্ষ থেকে সমগ্র কাজ সম্পন্ন করা হবে।
Nawab Mallick