বর্তমানে সেতুর মাঝে কাঠের পাটাতন ভেঙে যাওয়ায় এই সেতু দিয়ে বড়ো গাড়ি যাতায়াত করতে পারেনা। বাজারে যেতে গেলে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হয় স্থানীয়দের। বর্তমানে স্থানীয় বাসিন্দারা এই সেতু দিয়ে নিত্য জীবন হাতে করে ঝুঁকি নিয়ে পারাপার করেন। এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় হাজারখানেক স্থানীয় বাসিন্দা যাতায়াত করেন। বর্তমানে ৬০ ফুট দীর্ঘ এই সেতূটি বেহাল অবস্থায় রয়েছে। এই সেতুর মাঝে কাঠের পাটাতন ভেঙে যাওয়ায় সেতুর ভাঙা অংশ দিয়ে স্থানীয় বাসিন্দারা একপ্রকার জীবণ হাতে করে নিত্য যাতায়াত করেন।
advertisement
আরও পড়ুনঃ ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে খোলা হচ্ছে সুন্দরবন চর্চা কেন্দ্র
প্রতিদিন সেকারণে ছোটখাটো দূর্ঘটনা লেগে থাকে বলে মত স্থানীয়দের। রাতে এই সেতুর উপর কোনো আলো থাকেনা। ফলে রাতে এই সেতুর উপর দিয়ে যাতায়াত আরও বিপজ্জনক হয়ে ওঠে। এরফলে স্থানীয় বাসিন্দারা সর্বদা আতঙ্কে থাকেন। ব্রিজ ভেঙে পড়ে যাওয়ার ভয়ও কাজ করে স্থানীয়দের মধ্যে। এই সেতু দিয়ে পাশাপাশি চলা বিপজ্জনক হওয়ায় একসাথে অনেক লোক যাতায়াত করতে পারেনা।
আরও পড়ুনঃ জন্তুর হামলা থেকে বাঁচতে সুন্দরবনে মৎস্যজীবীদের সতর্ক করছে বন দফতর
ফলে এই ব্রিজ পার করতে গেলে সময় লাগে অনেকটাই। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই ব্রিজ মেরামত করার দাবি তুললেও। এই ব্রিজ মেরামত করা হচ্ছেনা বলে দাবি তাদের। সেতুর বেহাল দশার কথা জানেন বলে জানিয়েছেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। এই ব্রিজ দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন তিনি। এর সঙ্গে স্থানীয়দের দাবি মেনে সেতুটিকে কংক্রিটের সেতু বানানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
Nawab Mallick