South 24 Parganas News: ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে খোলা হচ্ছে সুন্দরবন চর্চা কেন্দ্র

Last Updated:

এবার ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে খোলা হচ্ছে সুন্দরবন চর্চা কেন্দ্র। রাজ্যের মধ্যে প্রথম ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে এই ধরণের চর্চা কেন্দ্র খোলা হচ্ছে। ইতিমধ্যে এই সুন্দরবন চর্চা কেন্দ্রের ছাড়পত্র মিলেছে সরকারি ভাবে।

+
মহিলা

মহিলা বিশ্ববিদ্যালয়ের মাঠে সুন্দরি গাছ

#ডায়মন্ডহারবার : এবার ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে খোলা হচ্ছে সুন্দরবন চর্চা কেন্দ্র। রাজ্যের মধ্যে প্রথম ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে এই ধরণের চর্চা কেন্দ্র খোলা হচ্ছে। ইতিমধ্যে এই সুন্দরবন চর্চা কেন্দ্রের ছাড়পত্র মিলেছে সরকারি ভাবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর থেকে এই সুন্দরবন চর্চা কেন্দ্র কাজ শুরু করবে। এই কাজে সহযোগিতা করবে মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, বাংলা ও ইতিহাস বিভাগ। এই সুন্দরবন চর্চা কেন্দ্রের মাধ্যমে গবেষণা করা হবে সুন্দরবনের পরিবেশ, বণ্যপ্রাণ ও নদীসংক্রান্ত বিষয়গুলির উপর।
এছাড়াও লাগাতার সমীক্ষা চালানোর মাধ্যমে তুলে আনা হবে একাধিক তথ্য। এলাকার ভাষা, লোকসংস্কৃতি, ইতিহাস নিয়েও কাজ করবে এই সুন্দরবন গবেষণা কেন্দ্র। নদীবাঁধের ভাঙন, বনাঞ্চল হ্রাস পাওয়ার ঘটনা, প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবনের ক্ষতির পরিমাণ সহ একাধিক কাজ করবে এই সুন্দরবন চর্চা কেন্দ্র। এরফলে সুন্দরবনের অনেক অজানা তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে। এ নিয়ে ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাহিদুর রহমান জানান, সুন্দরবন চর্চা কেন্দ্র ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের একটি নতুন উদ্যোগ।
advertisement
আরও পড়ুনঃ কাকার ইঁটের হামলায় আক্রান্ত এক কলেজ পড়ুয়া!
নতুন উদ্যোগগুলির মধ্যে চর্চা করা হবে ভারতীয় ভাষা এবং সংস্কৃতি, বিপর্যয় মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষা ও সুন্দরবনের উপর গবেষণা। সুন্দরবনের পশুপাখি, গাছ, নদীবাঁধ, প্রাকৃতিক বিপর্যয়ের হার সহ একাধিক বিষয় নিয়ে নিবিড় গবেষণা করা হবে। এর সঙ্গে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষজনের জীবিকা নিয়ে গবেষণা করার পাশাপাশি তাদের জীবনযাত্রার মানোন্নয়নের চেষ্টা করা হবে। এই ধরণের ব্যাপক আকারের উদ্যোগ এলাকায় প্রথম বলে জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে খোলা হচ্ছে সুন্দরবন চর্চা কেন্দ্র
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement