দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকে জামতলা গ্রামীণ হাসপাতাল অবস্থিত। কল খারাপ থাকায় পানীয় জলের এই সঙ্কট গরম পড়ার সঙ্গে সঙ্গে ক্রমশই বাড়ছে। আগামী দিনে গরম আরও বাড়লে পানীয় জলের এই সঙ্কট ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: উত্তাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে খোলা আকাশের নিচে কবিতা পাঠ
advertisement
রোগীর আত্মীয়দের অভিযোগ, হাসপাতালে এলে ওই একটি মাত্র কলের জলই তাঁদের ভরসা ছিল। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তাঁরা জল কিনে খেতে পারেন না। ফলে সেই কল খারাপ হয়ে পড়ে থাকায় এখন হাসপাতালে এসে কার্যত জল পান না করেই কাটাতে হচ্ছে। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দ্রুত পানীয় জলের কলটি সারিয়ে দেওয়ার অনুরোধ রেখেছেন।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল হাসপাতালের পানীয় জলের কল মাসের পর মাস খারাপ হয়ে পড়ে থাকলেও তা সারানো হয়নি কেন সেই উত্তর কোথাও থেকেই মিলছে না। যদিও এই বিষয়ে জামতলার বিডিও বলেন, বিষয়টি নজরে আছে। যত তাড়াতাড়ি সম্ভব ওই পানীয় জলের কলটি সারিয়ে দেওয়া হবে।
সুমন সাহা





