TRENDING:

South 24 Parganas News: হাসপাতালের একমাত্র পানীয় জলের কল মাসের পর মাস খারাপ হয়ে পড়ে! জলপান না করেই কাটছে ঘণ্টার পর ঘণ্টা

Last Updated:

কল খারাপ থাকায় পানীয় জলের এই সঙ্কট গরম পড়ার সঙ্গে সঙ্গে ক্রমশই বাড়ছে। আগামী দিনে গরম আরও বাড়লে পানীয় জলের এই সঙ্কট ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘদিন ধরে হাসপাতালের পানীয় জলের কল খারাপ হয়ে পড়ে আছে। সারানোর ব্যাপারে কেউ কোন‌ও উদ্যোগ নেয়নি। ফলে চিকিৎসা করাতে হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিজনরা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। হাসপাতালে এসে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হলেও পান করার জল পাচ্ছেন না। এমনই বেহাল অবস্থা জামতলা গ্রামীণ হাসপাতালের।
advertisement

দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকে জামতলা গ্রামীণ হাসপাতাল অবস্থিত। কল খারাপ থাকায় পানীয় জলের এই সঙ্কট গরম পড়ার সঙ্গে সঙ্গে ক্রমশই বাড়ছে। আগামী দিনে গরম আরও বাড়লে পানীয় জলের এই সঙ্কট ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: উত্তাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে খোলা আকাশের নিচে কবিতা পাঠ

advertisement

রোগীর আত্মীয়দের অভিযোগ, হাসপাতালে এলে ওই একটি মাত্র কলের জল‌ই তাঁদের ভরসা ছিল। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তাঁরা জল কিনে খেতে পারেন না। ফলে সেই কল খারাপ হয়ে পড়ে থাকায় এখন হাসপাতালে এসে কার্যত জল পান না করেই কাটাতে হচ্ছে। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দ্রুত পানীয় জলের কলটি সারিয়ে দেওয়ার অনুরোধ রেখেছেন।

advertisement

View More

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল হাসপাতালের পানীয় জলের কল মাসের পর মাস খারাপ হয়ে পড়ে থাকলেও তা সারানো হয়নি কেন সেই উত্তর কোথাও থেকেই মিলছে না। যদিও এই বিষয়ে জামতলার বিডিও বলেন, বিষয়টি নজরে আছে। যত তাড়াতাড়ি সম্ভব ওই পানীয় জলের কলটি সারিয়ে দেওয়া হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: হাসপাতালের একমাত্র পানীয় জলের কল মাসের পর মাস খারাপ হয়ে পড়ে! জলপান না করেই কাটছে ঘণ্টার পর ঘণ্টা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল