আরও পড়ুন: অযোধ্যা পাহাড়ের একমাত্র এটিএম খারাপ, ১৬ কিমি দূরে গিয়ে টাকা তুলছেন পর্যটকরা
পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল জয়নগর-১ ব্লকের বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত। কখনও বোমাবাজি, আবার কখনও শাসক দলের সঙ্গে নির্দল ও বিরোধীদের সংঘর্ষের কারণে খবরের শিরোনামে উঠে আসে এই এলাকা। গত ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন এখানে বোমাবাজি ও ভোট লুঠের অভিযোগ তোলে বিরোধীরা। শেষ পর্যন্ত এই এলাকার বেশ কিছু বুথে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। পরে আবার ১০ জুলাই পুনর্নির্বাচন হয়। ভোট গণনার শেষে দেখা যায় পঞ্চায়েতের ১৬ টি আসনের মধ্যে তৃণমূল প্রার্থীরা ৭ টিতে জয়ী হয়েছে। নির্দলরাও ৭ টি আসনে জিতেছে। বাকি দুটি আসন দখল করেছে বিজেপি।
advertisement
ভোটের ফল প্রকাশের পর থেকেই বহড়ু ক্ষেত্র পঞ্চায়েতে কারা বোর্ড গঠন করবে তা নিয়ে টানাপোড়েন শুরু হয়। বৃহস্পতিবার ছিল বোর্ড গঠনের দিন। এই উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকাকে। কার্যত বন্ধের চেহারা নেয় চারিদিক। এলাকার প্রায় সব দোকানই বন্ধ ছিল। শেষ পর্যন্ত বিজেপির দুই পঞ্চায়েত সদস্যের সমর্থনে এখানে বোর্ড গঠন করে নির্দলরা। পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন নির্দল হিসেবে জিতে আসা মতিউর রহমান লস্কর ও উপপ্রধান হন সঙ্গীতা মণ্ডল।
সুমন সাহা