Purulia News: অযোধ্যা পাহাড়ের একমাত্র এটিএম খারাপ, ১৬ কিমি দূরে গিয়ে টাকা তুলছেন পর্যটকরা
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটনস্থল অযোধ্যা পাহাড়ের একমাত্র এটিএম খারাপ হয়ে পড়ে আছে। ঘুরতে গিয়ে ভোগান্তির মুখে পর্যটকরা
পুরুলিয়া: বাংলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র অযোধ্যা পাহাড়ে ঘুরতে গিয়ে এটিএম সমস্যায় ভোগান্তির মুখে পর্যটকরা। বর্ষায় বহু মানুষ পাহাড়ের ভেজা রূপ দেখার জন্য পুরুলিয়ার অযোধ্যায় ছুটে যান। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে মাত্র একটি এটিএম আছে। সেটাও আবার বেশ কিছুদিন ধরে বিকল হয়ে পড়েছে। ফলে ব্যপক সমস্যায় পড়ছে পর্যটক থেকে শুরু করে পাহাড়ের স্থানীয় বাসিন্দারা। টাকা তোলার জন্য অনেকটা দূরে যেতে হচ্ছে। এর ফলে এলাকার পর্যটন ব্যবসায় বড় ক্ষতি হচ্ছে বলে সেখানকার পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ।
পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গুরুত্বপূর্ণ এবং একমাত্র সম্বল এটিএম-টি বেশ কিছুদিন ধরে খারাপ হয়ে পড়ে থাকায় পর্যটক থেকে শুরু করে স্থানীয়দের টাকা তোলার জন্য প্রায় ১৬ কিলোমিটার দূরের অন্য একটি এটিএমে যেতে হচ্ছে। একটি রাষ্ট্র ব্যাঙ্কের এই এটিএমটি কেন এতদিনেও সাড়ানো হল না তা নিয়েও প্রশ্ন উঠছে। এই অবস্থায় পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের এই এটিএমটি দ্রুত ঠিক করার দাবি তুলেছেন এলাকার পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
এমন গুরুত্বপূর্ণ পর্যটনস্থলে কেন মাত্র একটি এটিএম থাকবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অযোধ্যা পাহাড়ে ঘুরতে যাওয়া কলকাতার পর্যটকরা। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের পাশাপাশি ব্যাঙ্কগুলির ভূমিকাতেও বিস্মিত সকলে।
শমিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 10, 2023 3:50 PM IST









