আরও পড়ুন: ঘর হারানোর আতঙ্কের মধ্যেই গুঁড়িয়ে গেল জীবিকা! দুর্গাপুরে ADDA-এর উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক
রাধাকান্তপুর পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন তৃণমূলের দেবযানী হালদার। উপপ্রধান হয়েছেন বাবুর আলি বৈদ্য। রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা হাজির ছিলেন বোর্ড গঠনে। তিনি বলেন, উন্নয়নের স্বার্থে এই পঞ্চায়েতে আমাদের বোর্ড গঠন করা দরকার ছিল। মানুষ জিতিয়েছে দলকে। ঢেলে উন্নয়নের কাজ শুরু হবে।
advertisement
উল্লেখ্য ২০১৮-এর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে একমাত্র এই পঞ্চায়েতটিতেই বোর্ড চালাতে পেরেছিল সিপিএম। তবে সেই রেকর্ড এবারে ভেঙে গেল। প্রথম এখানে বোর্ড গঠন হওয়ায় খুশি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। নতুন সদস্যরা মানুষের জন্য কাজ করবে বলে জানিয়েছেন তাঁরা। বোর্ড গঠন উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল এই এলাকা। কোনওরকম অশান্তি ছাড়াই বোর্ড গঠন হয়েছে। সাধারণ মানুষজনও এই জয়ে খুশি। তাঁরা এলাকায় উন্নয়ন দেখতে চেয়েছেন।
নবাব মল্লিক