Durgapur News: ঘর হারানোর আতঙ্কের মধ্যেই গুঁড়িয়ে গেল জীবিকা! দুর্গাপুরে ADDA-এর উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক

Last Updated:

ডিএসপির উচ্ছেদ অভিযানের নোটিশে প্রায় ৩৫ হাজার মানুষ ঘর হারানোর আশঙ্কায় ভুগছেন দুর্গাপুরে। এরই মধ্যে ADDA-এর উচ্ছেদ অভিযানে জীবিকা হারালেন সেখানকার বহু মানুষ

+
title=

পশ্চিম বর্ধমান: ডিএসপির উচ্ছেদ অভিযানের নোটিশে রীতিমতো তটস্থ দুর্গাপুরের বহু মানুষ। প্রায় ৩৫ হাজার বাসিন্দা ঘর হারানোর আশঙ্কায় ভুগছেন। শেষ পর্যন্ত এই বিপুল সংখ্যক মানুষকে যদি উচ্ছেদ করা হয় তা বাংলার বুকে এক নজির গড়বে। এমন অবস্থায় ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA)-এর উচ্ছেদ অভিযান। তাদের জায়গার উপর গড়ে ওঠা যাবতীয় অবৈধ দোকান ভেঙে ফেলছে এডিডিএ। সিটি সেন্টার এলাকায় ইতিমধ্যেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলা হয়েছে বহু দোকান। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে ঘর হারানোর আশঙ্কায় থাকা মানুষগুলি ইতিমধ্যেই জীবিকা হারিয়ে বসেছেন।
এই জোড়া উচ্ছেদ অভিযান ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে দুর্গাপুরে। এডিডিএ যে উচ্ছেদ অভিযান সিটি সেন্টার এলাকায় চালাচ্ছে সেখানে আছে একটি ক্লাব। সেটিও উন্নয়ন পর্ষদের জমির উপর অবস্থান করলেও তা এখনও পর্যন্ত ভাঙা হয়নি। যা নিয়ে দোকান হারানো মানুষজন প্রবল ক্ষুব্ধ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উচ্ছেদ অভিযান চলার সময় বুলডোজার নিয়ে উন্নয়ন পর্ষদের আধিকারিকরা ক্লাবের সামনে পৌঁছলে ক্লাবের সদস্যরা রীতিমতো মারমুখী হয়ে তেড়ে আসে। প্রচুর পুলিশ উপস্থিত থাকলেও এরপর ওই ক্লাব না ভেঙেই ফিরে যায় এডিডিএ-এর আধিকারিকরা।
advertisement
advertisement
উল্লেখ্য, সিটি সেন্টার এলাকায় ফুটপাতের ওপর বহু ছোটখাটো দোকান ছিল। সেগুলোর ব্যবসা থেকে বহু মানুষের সংসার চলত। তবে এডিডিএ দখলমুক্ত অভিযানে নেমে সব কটি বেআইনি দোকান গুঁড়িয়ে দিচ্ছে। এতে ডিএসপির নোটিশে ঘর হারানোর আশঙ্কায় থাকা মানুষগুলো জীবিকা হারিয়ে বসেছেন। এই জোড়া ধাক্কা থেকে কীভাবে তাঁরা সামলে উঠবেন তা বুঝতে পারছেন না।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News: ঘর হারানোর আতঙ্কের মধ্যেই গুঁড়িয়ে গেল জীবিকা! দুর্গাপুরে ADDA-এর উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক
Next Article
advertisement
Purba Bardhaman News: আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
  • ভারতীয় ধূসর নেকড়ে বিলুপ্তির পথে এগোলেও গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় তার দেখা মিলেছে। দিল্লিতে দেখা পাওয়ার পর এবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে নেকড়ের স্থায়ী বাসস্থান তৈরি হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বন দফতর। দুর্গাপুরের পরে আউশগ্রাম জঙ্গলেও লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, যাতে নেকড়ের গতিবিধি, সংখ্যা ও আচরণ নিরীক্ষণ করা যায়।

VIEW MORE
advertisement
advertisement