গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে নমিনেশান জমা দেওয়া হচ্ছে বিডিও অফিসগুলিতে। জেলা পরিষদ স্তরে নমিনেশান জমা দেওয়া হচ্ছে এসডিও ও ডিএম অফিসে। এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগণায় নমিনেশান জমা দিতে প্রথম থেকে মানুষজনের মধ্যে উৎসাহ তুঙ্গে। শুধুমাত্র নির্দিষ্ট রাজনৈতিক দল নয় নির্দলেও নমিনেশান জমা দিয়েছেন অনেকেই।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে বড় পদক্ষেপ! অশান্তি এড়াতে নতুন পন্থা নিল পুলিশ
advertisement
এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় ২৫ টি জেলা পরিষদ আসনে নমিনেশান দেওয়া হয়েছে। এরমধ্যে বিজেপি ৮, সিপিআইএম ৬, কংগ্রেস ২, এবং অন্যান্যরা ৯ টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনোও নমিনেশান জমা দেওয়া হয়নি।পঞ্চায়েত সমিতির ৮১ টি আসনের জন্য মনোনয়ন জমা পড়েছে ৮৭ টি। এরমধ্যে তৃণমূল ১৭, বিজেপি ৩৩, সিপিআইএম ২৬, কংগ্রেস ৪, নির্দল ৪ ও অন্যান্য ০৩ টি নমিনেশান জমা পড়েছে।
আরও পড়ুন: বড় অভিযোগ! প্রথম দিনে মনোনয়ন জমা দিতে পারলেন না অনেকেই
গ্রাম পঞ্চায়েতের ৫১২ টি আসনের জন্য নমিনেশান জমা পড়েছে ৬৩১ টি। এরমধ্যে তৃণমূল ১২৮, বিজেপি ২৪৪, সিপিআইএম ১৮৬, কংগ্রেস ২০, নির্দল ৩১ ও অন্যান্য ২২ টি নমিনেশান জমা পড়েছে। মাত্র দুদিনে নমিনেশান জমা দেওয়ার এই হার চলতে থাকলে দক্ষিণ ২৪ পরগনায় বিপুল সংখ্যক নমিনেশান জমা পড়তে চলছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
নবাব মল্লিক