এর ফলে নল বাহিত পানীয় জল না পেয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন ওই গ্রামের কয়েক হাজার বাসিন্দা। পানীয় জলের জন্য পাশের গ্রামে যেতে হচ্ছে বাসিন্দাদের। সেখানেও সিপিআইএম সহ বিরোধীদলের কর্মী সমর্থকরা যাতে জল নিতে না পারে তার জন্য টিউবওয়েল গুলিকে তৃণমূল আর তৃণমূলের লোকজনেরা ঘিরে রেখেছে বলে অভিযোগ।
আরও পড়ুন: কুরুচিকর অঙ্গ-ভঙ্গি! ভোটে জিতেই ডিজে বাজিয়ে অশ্লীল নাচের আয়োজন TMC-র! ভাইরাল ভিডিও
advertisement
আরও পড়ুন:
এছাড়াও সিপিআইএম-সহ বিরোধীদলের ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এই এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি ওই হ্যান্ডটিউবওয়েল ও সব মার্শালের ট্যাঙ্কগুলো আগে থেকেই অকেজো ছিল। নতুন করে কিছুই হয়নি বলে দাবি স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের।
নবাব মল্লিক
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 9:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election 2023: এই গ্রামে জিততে পারেনি TMC! তার জের সহ্য করতে হচ্ছে গ্রামবাসীকে! জানলে আতঙ্ক হবে