আরও পড়ুন: অসুস্থ অবস্থায় উদ্ধার জোড়া ময়ূর, চাঞ্চল্য জল্পেশে
ঘটনা হল আগেও নামখানা থেকে বকখালিতে যাওয়ার পথে একাধিক সেতু রক্ষণাবেক্ষণের কাজ হয়েছে। এর ফলে মাঝেমধ্যেই বন্ধ করে দেওয়া হয় রাস্তা। ফলে অসুবিধায় পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা। কোনও এক অজ্ঞাত কারণে সারাবছর ধরেই এই এলাকায় বিভিন্ন রাস্তা ও সেতু সারাইয়ের কাজ চলতেই থাকে। তবে এবার পচামুড়ি সেতু বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তি চরমে উঠবে বলে আশঙ্কা। বেশ কিছুদিনের মধ্যে এই সেতুর কাজ শেষ হয়ে উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু উদ্বোধনের আগেই কংক্রিট সেতুর অ্যাপ্রোচ রোডে বড়সড় ধস নামায় সব পরিকল্পনা আপাতত ঘেঁটে গেল।
advertisement
ধসের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের চলাচলের রাস্তা। সুন্দরবন উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে ২৭ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের চন্দ্রনগর থেকে চন্দনপিঁড়ি সংযোগকারী পচামুড়ি খালের ওপর সেতু ও অ্যাপ্রোচ রোড তৈরি হচ্ছিল। নির্মাণের কিছুদিনের মধ্যে বড়সড় ধস নামায় বন্ধ করে দিতে হল রাস্তা। এই ঘটনায় নির্মাণে ত্রুটির কথা স্বীকার করে নিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। দায় চাপিয়েছেন নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে। এছাড়া জমিজটের কথাও উল্লেখ করেছেন মন্ত্রী। এই ধসের জেরে এলাকার মানুষ সমস্যায় পড়েছে। সেতু চালু না হওয়ায় অতিরিক্ত সাত কিলোমিটার পথ ঘুরে নামখানা বাজারে যেতে হচ্ছে।
নবাব মল্লিক