Jalpaiguri News: অসুস্থ অবস্থায় উদ্ধার জোড়া ময়ূর, চাঞ্চল্য জল্পেশে
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
শৈব তীর্থ জল্পেশের কাছে অসুস্থ অবস্থায় উদ্ধার হল জোড়া ময়ূর, নিয়ে গেলেন বনকর্মীরা
জলপাইগুড়ি: বন্যপ্রাণীদের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে ফের প্রশ্ন উঠে গেল। শিব তীর্থ জল্পেশ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার হল জোড়া ময়ূর। খবর পেয়ে তাদের নিয়ে গেলেন বনকর্মীরা।
মঙ্গলবার দুটি ময়ূরকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় জল্পেশ মন্দিরের কাছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রাই উদ্যোগ নিয়ে বিষয়টি জানান বন দফতরকে। খবর পেয়ে বনকর্মীরা এসে ওই অসুস্থ ময়ূর দুটিকে উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
advertisement
মঙ্গলবার গ্রামের মাঠে একজোড়া ময়ূরকে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখেই সন্দেহ হয় গ্রামবাসীদের। কারণ ময়ূর সাধারণত এমন করে না। কাছে গেলেও অসুস্থ সঙ্গীকে ফেলে পালায়নি অপর ময়ূরটি। গ্রামবাসীরা বুঝতে পারেন ময়ূরগুলির শারীরিক অবস্থা ভাল নয়। এরপর তাঁরাই দ্রুত খবর দেন ময়নাগুড়ি রোড এলাকার পরিবেশকর্মীদের। পরিবেশকর্মীরা আবার বিষয়টি বন দফতরের গোচরে আনেন। এরপর বনকর্মীরা জল্পেশ মন্দির সংলগ্ন ওই গ্রামে এসে সঙ্গী সহ অসুস্থ ময়ূর দুটিকে উদ্ধার করে নিয়ে যান। বনবিভাগের চিকিৎসক ময়ূর দুটিকে পরীক্ষা করে দেখবেন বলে জানা গিয়েছে।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 06, 2023 4:08 PM IST










