তবে পাঁচবছর কেমন আছে এই এলাকা তা জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম এলাকায়। এখন শাসক থেকে বিরোধী সবার গলায় একটাই কথা উন্নয়ন হয়নি এই পাঁচবছরে। আর সাধারণ মানুষজন তারা উন্নয়নের ছিটেফোঁটাও পাননি।
আরও পড়ুনঃ বাঁকুড়ার গিয়ে কাপিষ্টা যাননি নিশ্চই? গ্রামে পা দিলে আপনার ভাগ্য বদল নিশ্চিত, যাবেন নাকি?
advertisement
কেন এই অবস্থা? সিপিআইএম ও তৃণমূল অবশ্য দু'জন, দু'জনকেই দোষারোপ করছে। সিপিআইএমের অভিযোগ বিরোধী পঞ্চায়েত হওয়ায় তাদের কাছে কোনও অর্থ পাঠানো হয়না, ফলে কাজ করা সম্ভব হয়না ইচ্ছা থাকলেও। অপরদিকে, তৃণমূলের অভিযোগ ক্ষমতায় থেকে একটিও কাজ করেনি সিপিআইএম। এলাকায় প্রধান সমস্যা জল। গরমের সময় তীব্র জলসংকট দেখা যায়। রাধাকান্তপুরের পাশ দিয়ে বয়ে চলা মণি নদী প্রায় শুকিয়ে যায় সে সময়ে। বিঘের পর বিঘে জমিতে জলের অভাবে চাষ করতে পারেন না স্থানীয়রা।
এলাকার রাস্তাঘাটের অবস্থা বেহাল। কার্যত এই পঞ্চায়েত এলাকায় যেন উন্নয়নের কাঁটা উলটো দিকে বয়ে চলছে। আর স্থানীয় মানুষজন, তারা নিজের সামান্য থাকার ঘরটুকু তৈরি দাবিতে কোনওরকমে বসবাস করছেন। সামনে আবার পঞ্চায়েত ভোট, নতুন দিনের আশায় নতুন স্বপ্নে দিন বাঁধছেন।
নবাব মল্লিক





