Free Coaching For Joint Entrance: জয়েন্টের জন্য প্রস্তুতি নিতে কাঁড়িকাঁড়ি টাকার ফি দিয়ে কোচিং নিচ্ছেন, যোগ্যশ্রী প্রকল্পে ফ্রি-তে দেওয়া হয় জয়েন্টের কোচিং
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Free Coaching For Joint Entrance: দক্ষিণ ২৪ পরগনার কোথায় যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে জয়েন্ট এন্ট্রান্সের কোচিং পাবেন জানুন
advertisement
1/5

ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে জিইই, নিটের মত পরীক্ষার কোচিং এর সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। তপশীলী জাতি ও আদিবাসী সম্প্রদায়ের সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের জন্য এই কোচিং চলবে। বিনামূল্যে এই কোচিং পাবেন তাঁরা। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/5
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মাদারহাট পপুলার অ্যাকাডেমি, ডায়মন্ড হারবারের ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠে। ক্যানিং ডেভিড সেশ্যান হাইস্কুল ও নামখানার নামখানা নারায়ণ বিদ্যামন্দিরে এই কোচিং চলবে।
advertisement
3/5
এছাড়াও এখানে স্কুল শিক্ষা বিভাগ ও সংখ্যালঘু বিষয়ক দফতর থেকে ও জেনারেল, ওবিসি ও মাইনরিটি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা আবদেন করতে পারবে। মাধ্যমিকে ৬৫% নম্বর থাকতে হবে ওবিসিদের জন্য, ৭০% জেনারেল, মাইনিরিটিদের জন্য।
advertisement
4/5
৬০% শতাংশ নম্বর এসসিদের জন্য ও এসটিদের ৫০%। পরিবারের বার্ষিক আয় হতে হবে ৩ লাখ টাকার মধ্যে। তবেই এই প্রকল্পের সুবিধা পাবেন মেধাবীরা। এখানে এসে পড়াবেন প্রশিক্ষিত ট্রেনাররা।
advertisement
5/5
এখানে পড়লে ৩০০ টাকা করে মাসে হাতখরচ পাওয়া যাবে। চলতি মাসের ২৪ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন পত্র সেন্টারগুলি থেকে পাওয়া যাবে। ছবি ও তথ্য : নবাব মল্লিক