সিংহভাগ কাজই শেষ হয়ে গিয়েছে। একটি বিল্ডিংয়ের রংয়ের কাজও শেষ হয়ে গিয়েছে। এই স্বাস্থ্য কেন্দ্রের ওপর নির্ভরশীল রামনগাছি, চালতাবেড়িয়া, পূর্ব ববেড়িয়া এলাকার কয়েক হাজার মানুষ। এতদিন এই মানুষজনকে সরকারি চিকিৎসার জন্য ছুটে যেতে হত ১৫ কিলোমিটার দূরে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে, নতুবা ২৫ কিমি দূরে বারুইপুর মহকুমা হাসপাতালে।
advertisement
পুরনো স্বাস্থ্যকেন্দ্রটি বেহাল হয়ে যাওযায় নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের দাবি তুলেছিলেন বাসিন্দারা। বিধায়ক বিভাস সরদারের উদ্যোগে সেই দাবি এবার বাস্তব রূপ পেতে চলেছে। গ্রামবাসীরা বলেন, ধীর গতিতে কাজ চলছে। আমরা চাই, দ্রুত এটি চালু করা হোক। এই কেন্দ্র চালু হয়ে গেলে সাধারণ মানুষকে আর পদ্মেরহাট বা বারুইপুর মহকুমা হাসপাতালে ছুটতে হবে না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিধায়ক বিভাস সর্দার বলেন, ১০ বেডের স্বাস্থ্যকেন্দ্র হবে। কাজ শেষ করে অতি দ্রুত চালুর চেষ্টা চলছে। অন্যদিকে, রামনগর ২ নম্বর পঞ্চায়েতের শাঁখারিপুকুরে নতুন সুস্বাস্থ্য কেন্দ্র আগামী বুধবার উদ্বোধন হবে বলে পঞ্চায়েত প্রধান সোমনাথ চক্রবর্তী জানিয়েছেন। জানা গিয়েছে, ২৬ লক্ষ টাকা ব্যয়ে এই সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। এখানে একজন চিকিৎসক থাকবেন। এর ফলে ওই এলাকার মানুষজন উপকৃত হবেন।






