অলোকের স্ত্রী মধুমিতা বলেন, "বিকেল ৩টের সময় বাড়ি থেকে বন্ধুর দোকানে কাজে যায়। রাতে আর বাড়ি ফেরেনি, ভোরের দিকে বাড়িতে খবর আসে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমার স্বামিকে। হাসপাতালে গিয়ে জানতে পারি, সে আর বেঁচে নেই।"
আরও পড়ুন: রোগীকে মেঝেতে শোয়ার পরামর্শ, নিজের জন্য সরকারি হাসপাতালের বেড আটকে রাখল আয়া
advertisement
পুলিশ সূত্রে খবর, গভীর রাতে খবর আসে শুকদেবের মোড় এলাকায় ধান জমির পাশে একটি মৃতদেহ পরে রয়েছে। মৃতের নাম অলোক বৈদ্য। কাটাখালী এলাকার বাসিন্দা। কী কারণে তিনি গভীর রাতে ওই এলাকায় গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। আজই মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।
আরও পড়ুন: সব শেষ! মোটা মাইনে ছেড়ে স্কুলের ক্লার্ক, আদালতের নির্দেশে গেল সেটাও
এলাকার এক চাষী জানান, চাষের জমিতে ইঁদুরের উৎপাত বন্ধ করার জন্য, চাষের জমিতে বিদ্যুতের তার ছড়িয়ে রাখেন চাষীরা। আর এর ফলে প্রায়শই বিদ্যুৎস্পৃষ্ট হউএ মৃত্যু হচ্ছে মানুষের। পুলিশের পক্ষ থেকেও এলাকায় মাইকিং করা হয়েছে খোলা তারে বিদ্যুৎ সংযোগ না করার জন্য । তার পরেও হুঁশ ফিরছেনা কুলতলী মানুষের।
অর্পণ মন্ডল