সাগর থানায় ১ লা মে প্রথম লিখিত অভিযোগ জানায় প্রতারিতরা। সাগর থানার পুলিশ প্রতারিতদের ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দেয়। এরপর ঘটনার তদন্ত শুরু করে সাগর থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে দক্ষিণ ২৪ পরগণা জেলার বেশ কয়েক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। একটি টিম কলকাতাতেও তল্লাশি চালায়।
আরও পড়ুনঃ ডায়মন্ডহারবারে পৌরসভার উদ্যোগে বসানো হল বাঘের মূর্তি ও ঘড়ি
advertisement
তল্লাশিতে নেমে মূল অভিযুক্তকে কলকাতা থেকে গ্রেফতার করে দক্ষিণ ২৪ পরগনার সাগর থানার পুলিশ। গ্রেফতারের পর সত্যেন্দ্রনাথ মাইতিকে সাগরে নিয়ে আসা হয়। ধৃতকে মঙ্গলবার দুপুরে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুনঃ গৌড়দহতে মহাসমারোহে পালন করা হল লোকনাথ বাবার ১৩২তম তিরোধান দিবস
ধৃতদের কাকদ্বীপ মহাকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে সাগর থানার পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।
Nawab Mallick