বারুইপুর থানার পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে বনদফতরকে। রাজ্যের বনদপ্তর বারবার এই বিলুপ্তপ্রায় প্রাণীর উপরে সচেতনতা মূলক পাশাপাশি। বিক্রি ও কেনাকাটা করার উপরে নিষিদ্ধ করেছেন। তারপরেও মানুষ কীভাবে এই ধরনের বিলুপ্তপ্রায় প্রাণী কচ্ছপ বিক্রি করছে বাজারে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এতবার সচেতন গড়ার পরেও কেনই বা এই ধরনের অসাধু ব্যবসায়ীরা এই ব্যবসার সাথে লিপ্ত হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ প্রসবে সর্বকালের রেকর্ড ক্যানিং মহকুমা হাসপাতালের
পাশাপাশি আরো জানা গিয়েছে, এই বিলুপ্ত কচ্ছপগুলি বারাইপুর কাছারি বাজারে। কেটে কেটে কেজি দরে বিক্রি করা হচ্ছে বলে এমনটাই কিন্তু খবর পেয়েছে বারুইপুর থানার পক্ষ থেকে। বারুইপুর থানার পক্ষ থেকে বনদপ্তরের কে খবর দেয়া হয়েছে। বনদফতরেরহাতে তুলে দেওয়া হবে এই বিলুপ্ত প্রজাতির কচ্ছপ গুলি। এবং যে মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
Suman Saha