এরপরই পঞ্চসায়র থেকে অপহৃত দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের চার বিরোধী দলের প্রার্থীর সঙ্গে দেখা করেন তিনি। গত ২৭ শে জুলাই মধ্যরাতে তাঁদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণের অভিযোগ উঠেছিল তৃণমূলের দুস্কৃতীদের বিরুদ্ধে। গোপন আস্তানায় তাঁদেরকে আটকে রাখা হয়েছিল।
আরও পড়ুন ঃ নদীর ধারে রাস্তায় মানুষের পথ আটকে শুয়ে কুমির, আতঙ্ক বাসন্তীতে
advertisement
সেখানে তাদের চাপ দিয়ে ইচ্ছের বিরুদ্ধে ভিডিও বার্তা তৈরি করানোর পাশাপাশি সাদা কাগজে সই করিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছিল। দুদিন পর তাঁদেরকে বাড়িতে ফেরানোর পর তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন চার বিরোধী প্রার্থী কমলা মন্ডল, সুশান্ত মন্ডল, পুজা ছাঁটুই ও নারায়ণচন্দ্র হালদার।
আজ দুপুরে স্থানীয় খোজখিদির গ্রামে কমলা মন্ডলের বাড়িতে এই পঞ্চায়েতের বিরোধী প্রার্থীদের সঙ্গে কথা বললেন অগ্নিমিত্রা। নেত্রীকে কাছে পেয়ে অপহরণের ঘটনার কথা শোনান তাঁরা। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এলাকা তৃণমূল নেতা ও পুলিশের বিরুদ্ধে সরব হন বিজেপি নেত্রী। আগামী ১০ তারিখ বিরোধীরা এই পঞ্চায়েত গড়বে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।
নবাব মল্লিক