South 24 Parganas News : নদীর ধারে রাস্তায় মানুষের পথ আটকে শুয়ে কুমির, আতঙ্ক বাসন্তীতে
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
South 24 Parganas News : স্থানীয়রা সঙ্গে সঙ্গে বন দফতরকে খবর দিলে মাতলা রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে কুমিরটিকে ধরে ফেলেন। সেটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঝড়খালি বিট অফিসে।
বাসন্তী: ফের লোকালয়ে ঢুকে পড়ল কুমির। মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর হাড়ভাঙি শিকারিপাড়া এলাকায় নদীর ধারে পথ দিয়ে যাওয়ার সময় রাস্তার উপরেই প্রায় সাড়ে চার ফুটের এক কুমিরকে শুয়ে থাকতে দেখেন এক পথচারী। তখনই সেখান থেকে পালিয়ে গ্রামে চলে এসে স্থানীয়দেরখবর দেন। পাশের মাতলা নদী থেকে সেটি উঠে এসেছে বলেই প্রাথমিক ধারণা স্থানীয়দের।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে বন দফতরকে খবর দিলে মাতলা রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে কুমিরটিকে ধরে ফেলেন। সেটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঝড়খালি বিট অফিসে।
advertisement
সেখানে রাতভর শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর কুমিরটিকে বুধবার ভোরে ছেড়ে দেওয়া হয় সুন্দরবনের সূর্যমণি খালে। কুমিরটির আনুমানিক বয়স তিন বছর বলে দাবি বন দফতরের। সে সম্পূর্ণ সুস্থ রয়েছে বলেই জানিয়েছেন বনকর্মীরা।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2023 12:13 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : নদীর ধারে রাস্তায় মানুষের পথ আটকে শুয়ে কুমির, আতঙ্ক বাসন্তীতে