আরও পড়ুন: দেড়শো বছরের পুরনো পুরসভায় তীব্র জল সঙ্কট
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে সাগরের মুড়িগঙ্গা-২ পঞ্চায়েতের মন্দিরতলা কুন্তলা বাস স্টপেজের কাছে দাঁড়িয়ে ছিলেন পূর্ণিমা পাত্র। সেই সময় সাগরের দিক থেকে কচুবেড়িয়াগামী একটি ছোট ট্রাক বেপরোয়া গতিতে ছুটে আসে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ণিমা পাত্রকে ধাক্কা মেরে গাড়ি নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার।
advertisement
এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগর থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালে পাঠানো হয়। এদিকে পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে। তবে ওই গাড়ির চালককে পাওয়া যায়নি। সন্ধে পর্যন্ত সে পলাতক। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পুলিশের উপযুক্ত নজরদারির অভাবে বেপরোয়া গাড়ি চলাচল বেড়েই চলেছে। আর তার ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।
বিশ্বজিৎ হালদার