Water Crisis: দেড়শো বছরের পুরনো পুরসভায় তীব্র জল সঙ্কট
- Published by:Ananya Chakraborty
- Reported by:SUMAN SAHA
Last Updated:
গত কয়েক মাস ধরে জয়নগর-মজিলপুর পুরসভার ৭ ও ১২ নম্বর ওয়ার্ডে নলকূপ থেকে জল ওঠা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা: বাংলার পুরনো পুরসভাগুলির মধ্যে অন্যতম জয়নগর-মজিলপুর পুরসভা। এই পুরসভাটির বয়স প্রায় দেড়শো বছর। দেশ স্বাধীন হওয়ার বহু আগে এই পুরসভা তৈরি হয়। সেখানেই এবার গরম পড়তেই পানীয় জলের সঙ্কট তীব্র আকার ধারণ করেছে।
দক্ষিণ ২৪ পরগনার সবচেয়ে প্রাচীন পুরসভা এই জয়নগর-মজিলপুর। সুন্দরবন এলাকার এটাই একমাত্র পুরসভা। আর এখানেই এবার বেশ কয়েকটি ওয়ার্ডের মানুষ পানীয় জলের সঙ্কটে ভুগছে। গত কয়েক মাস ধরে জয়নগর-মজিলপুর পুরসভার ৭ ও ১২ নম্বর ওয়ার্ডে নলকূপ থেকে জল ওঠা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। কোথাও আবার নলকূপ দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। যার জেরে চরম সমস্যায় পড়ছেন বাসিন্দারা। অভিযোগ, বারবার পুরসভাকে জানিয়েও এই সমস্যার কোনও সমাধান হয়নি। এদিকে পুরসভা সূত্রে খবর, যে এলাকাগুলিতে জলের সঙ্কট দেখা দিয়েছে সেখানে নিয়মিত পানীয় জলের গাড়ি পাঠানো হচ্ছে।
advertisement
advertisement
এদিকে এলাকাবাসীদের অভিযোগ, পানীয় জলের গাড়ি পাঠালে সেই জল অপ্রতুল। তাঁদের দাবি, টিউবওয়েল না সারানো পর্যন্ত সমস্যা মিটবে না। নিজেদের এলাকায় জল না থাকায় বেশিরভাগ সময় পানীয় জলের জন্য পাশের ওয়ার্ডে ছুটে যেতে হচ্ছে। সেখানে লাইন দিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর জল পাওয়া যাচ্ছে। এদিকে অভ্যাসবশত অনেকে পুরসভার পাঠানো জল পান করতে চাইছেন না। তাঁদের দাবি, টিউবয়েলের জলই খাবেন। যদিও জয়নগর-মজিলপুর পুর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের পাঠানো ট্যাঙ্কারের জল সম্পূর্ণ আর্সেনিক মুক্ত। এই জল মানুষের স্বাস্থ্যের পক্ষে উপকারী।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2023 6:58 PM IST