TRENDING:

Panchayat Election 2023: এখন প্রার্থীদের থেকেও ব্যস্ত ওঁরা, আজ কথা বললে তিনদিন পর মিলছে 'ডেট'

Last Updated:

পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এই মুহূর্তে প্রার্থীদের থেকেও বেশি ব্যস্ত দেওয়াল লিখন শিল্পীরা। তাঁদের সময় পেতে অ্যাপয়েন্টমেন্ট করে অপেক্ষা করতে হচ্ছে প্রার্থীদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সারা বছর ওদের খোঁজ করে না কেউ। কিন্তু এখন সবাই খোঁজ করছে। আসলে ভোট এসে গিয়েছে যে। হ্যাঁ, দেওয়াল লিখন শিল্পীদের কথাই বলছি। লোকসভা বা বিধানসভার ভোটের থেকে পঞ্চায়েত নির্বাচনে দেওয়াল লিখনের সংখ্যা বরাবরই অনেক বেশি হয়। কারণ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি এলাকায় তিনজন করে প্রার্থী থাকে। ফলে চাহিদা ও ব্যস্ততা বাড়ে এই শিল্পীদের। তাছাড়া পঞ্চায়েত নির্বাচনে ফ্লেক্স, ব্যানার করার খরচ করে উঠতে পারেন না বহু প্রার্থী। তাই তাঁদের ভরসা সেই চিরাচরিত দেওয়াল লিখনে।
advertisement

লাল, সবুজ, গেরুয়া নির্দল সব রঙের প্রার্থীদের কাছেই ওঁদের চাহিদা এখন তুঙ্গে। কিন্তু একটা মানুষ একসঙ্গে আর কত কাজ করবে। তাই আগে থেকে যারা বুক করে রাখেননি সেই সকল প্রার্থীদের এখন হাপিত্যেশ করে অপেক্ষা করতে হচ্ছে এই দেওয়াল লিখন শিল্পীদের জন্য। বলতে গেলে প্রার্থীদের থেকেও এখন ওঁদের ব্যস্ততা বেশি। তিন দিন অপেক্ষা করতে হচ্ছে ‘ডেট’ পাওয়ার জন্য।

advertisement

আরও পড়ুন: মালদহের গ্রামে ৪৪ শতাংশ আসনে পদ্ম প্রতীকে প্রার্থী নেই

আগের থেকে দেওয়াল লিখন শিল্পীর সংখ্যা অনেকটাই কমেছে। তার ফলে বর্তমানে যে শিল্পীরা কাজ করছেন তাঁদের উপর চাপ বাড়ছে। বহু দেওয়াল সাদা চুনকাম করে পড়ে আছে, কিন্তু শিল্পীর সময়ের অভাবে সেখানে দলের প্রতীক বা প্রার্থীর নাম কিছুই লেখা হয়ে উঠছে না‌। এদিকে একটা একটা করে দিন চলে যাচ্ছে আর প্রচারের সময় ফুরিয়ে আসছে। ফলে উৎকণ্ঠা বাড়ছে প্রার্থীদের।

advertisement

View More

এদিকে এই প্রবল চাহিদার জেরে এবার দেওয়াল লিখন শিল্পীদের পারিশ্রমিকও বেড়েছে। দৈনিক একজন শিল্পী হাজার থেকে বারোশো টাকা পারিশ্রমিক নিচ্ছেন। অবশ্য এটাই তাঁদের রোজগারের সময়। শিল্পীর সময়ের অভাবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ডানপন্থী দলগুলো। কারণ বামেরা বরাবরই যতটা বেশি সম্ভব নিজেদের দেওয়াল নিজেরাই লিখে নেয়। এবারেও তার অন্যথা হয়নি। বিভিন্ন জায়গায় বামপন্থী কর্মী সমর্থকরাদের পঞ্চায়েতের দেওয়ার লিখতে দেখা যাচ্ছে। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরালও হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election 2023: এখন প্রার্থীদের থেকেও ব্যস্ত ওঁরা, আজ কথা বললে তিনদিন পর মিলছে 'ডেট'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল