Panchayat Election 2023: মালদহের গ্রামে ৪৪ শতাংশ আসনে পদ্ম প্রতীকে প্রার্থী নেই

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনে মালদহে বড় ধাক্কা খেল বিজেপি। গ্রাম পঞ্চায়েতের ৪৪ শতাংশ আসনে প্রার্থী দিতে পারল না তারা। পঞ্চায়েত সমিতির ২৮ শতাংশ আসনেও প্রার্থী নেই বিজেপির

+
title=

মালদহ: রাজ্যের প্রধান বিরোধী দল হয়েও মালদহে বড় ধাক্কা বিজেপির। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলার ৪৪ শতাংশ গ্রাম পঞ্চায়ত ও ২৮ শতাংশ পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থীই দিতে পারল না বিজেপি। তবে জেলা পরিষদের ৪৩ আসনের সবকটিতেই প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। অথচ এই জেলার দুটি লোকসভা আসনের একটি বিজেপির দখলে, আছে বেশ কয়েকজন বিধায়ক। তারপরেও পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে না পারায় প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অভ্যন্তরে।
পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে প্রার্থী দিতে না পারার কারণ হিসেবে শাসকদলের সন্ত্রাসের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির। যদিও বিজেপির এই প্রার্থী না দেওয়ার বিষয়ে বিস্ফোরক দাবি করেছে শাসক দল। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, ইচ্ছে করেই বহু আসনে প্রার্থী দেয়নি গেরুয়া শিবির। তৃণমূলকে হারাতে তারা তলে তলে বাম-কংগ্রেসের সঙ্গে সমঝোতা করেছে।
advertisement
advertisement
তবে তাৎপর্যপূর্ণ বিষয়ে হল, জেলা পরিষদের ৪৩ টি আসনের মধ্যে ৬ জন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী দিয়েছে বিজেপি। গ্রাম পঞ্চায়েতের ৩২১৬ টি আসনের মধ্যে ১৪০৬ টি আসনে প্রার্থী দিতে পারেনি। পাশাপাশি পঞ্চায়েত সমিতির ৪৩৯ টি আসনের মধ্যে ১২২ টি আসনে বিজেপির প্রার্থী নেই। এই প্রসঙ্গে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি, বহু জায়গায় তাদের প্রার্থীদের ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করেছে তৃণমূল। জেলা তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসু বিজেপি সাংসদদের দাবি উড়িয়ে দিয়ে বলেন, রাজ্যজুড়ে শান্তিপূর্ণভাবে মনোনয়ন পেশ হয়েছে। মালদহে কোন‌ও অশান্তি হয়নি। কিন্তু তৃণমূলকে হারাতে প্রার্থী না দিয়ে বাম-কংগ্রেসের সুবিধে করে দিতে চাইছে বিজেপি।
advertisement
এদিকে বিজেপির প্রার্থী দিতে না পারা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য, বিধানসভা নির্বাচনের পর জেলায় শক্তি বাড়িয়েছে বাম ও কংগ্রেস। আর তাই জেলায় সাংসদ ও বিধায়ক থাকা সত্ত্বেও সাংগঠনিক শক্তি কমেছে বিজেপির। তার ফলেই বহু আসনে তারা প্রার্থী দিতে পারেনি।
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Panchayat Election 2023: মালদহের গ্রামে ৪৪ শতাংশ আসনে পদ্ম প্রতীকে প্রার্থী নেই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement