ভারতেও একটি নির্দিষ্ট নির্দেশিকা মেনে পালন করা হয় এই দিনটি। সমস্ত দেশের সাথে তাল মিলিয়ে দক্ষিণ ২৪ পরগণার একাধিক হাসপাতাল এবং থানার পক্ষ থেকে এই উপলক্ষে প্রচার চালানো হয়। বেশ কিছু যায়গায় বের হয় র্যালি। কুলতলিতে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে এই উপলক্ষে হাসপাতালের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা একটি র্যালি বের করেন।
advertisement
আরও পড়ুনঃ সুন্দরবনে সম্প্রীতির উৎসব বরখান গাজীর পূজায় ভক্তদের ঢল
অপরদিকে ক্যানিং এর জীবনতলাতেও জীবনতলা থানার পক্ষ থেকে বিশ্ব তামাকবিরোধী দিবস উপলক্ষে এক র্যালি বের করা এই র্যালিতে পুলিশকর্মী ও শতাধিক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। এই র্যালিতে উপস্থিত ছিলেন জীবনতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমরেষ ঘোষ।
আরও পড়ুনঃ কোচিং সেন্টার থেকে বকখালির ঘুরতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল পঞ্চম শ্রেণীর এক ছাত্র
এ নিয়ে তিনি জানান বিশ্ব তামাক বিরোধী দিবসে র্যালি বের করে সাধারণ মানুষকে একটাই বার্তা দেওয়া হচ্ছে যাতে তাঁরা তামাক এবং তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকেন। এর সাথে সাথে সকলে যাতে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন থাকেন সেজন্যই এই র্যালি বের করা হয়।
Nawab Mallick