TRENDING:

South 24 Parganas News: বিশ্ব মৌমাছি দিবসে সতর্কবার্তা কৃষকদের

Last Updated:

২০১৮ সালের ২০ মে থেকে দিনটি বিশ্ব মৌমাছি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে শনিবার ঘটা করে বিশ্ব মৌমাছি দিবস পালন করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: আজ বিশ্ব মৌমাছি দিবস। ২০১৭ সালে রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে স্লোভেনিয়া এই বিশেষ দিনটির প্রস্তাব রাখে, তা বাকি সদস্য রাষ্ট্রগুলি সমর্থন জানায়। এরপর থেকেই অর্থাৎ ২০১৮ সালের ২০ মে থেকে দিনটি বিশ্ব মৌমাছি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে শনিবার ঘটা করে বিশ্ব মৌমাছি দিবস পালন করা হল।
advertisement

আরও পড়ুন: ইট বোঝাই ট্রাক্টরে লরির ধাক্কা! মৃত ইটভাটা শ্রমিক, আহত আরও ২

পরিবেশে মৌমাছির গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই দিনটি পালন করা হয়। মৌমাছি শুধু যে মধু উৎপাদন করে তা নয়, পাশাপাশি আমাদের দৈনন্দিন ব্যবহারযোগ্য প্রায় ৭০ শতাংশ খাদ্য উৎপাদনের পেছনেও তাদের গুরুত্বপূর্ণ অবদান আছে। মৌমাছিরা যদি না সঠিকভাবে পরাগায়ন করে তবে ফুল, ফল, শস্য কোন‌ও কিছুই সঠিকভাবে উৎপাদন হওয়া সম্ভব নয়। বিভিন্ন ধরনের তৈলবীজ, ডাল, সবজি উৎপাদনের পিছনেও মৌমাছির অনেক অবদান আছে।

advertisement

কৃষি জমিতে মৌমাছির যত আনাগোনা থাকবে তত ভাল। কিন্তু বর্তমানে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মৌমাছির আনাগোনা কমছে। ফলে উৎপন্ন ফসলের খাদ্যগুণ বহুমাত্রায় কমে যাচ্ছে। বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে কৃষকদের এই রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের বিপদ সম্পর্কে সচেতন করা নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে। মৌমাছিরা যাতে পৃথিবীতে ঠিকঠাক বেঁচে থাকতে পারে তার উপযুক্ত পরিবেশ মানুষকেই বজায় রাখতে হবে বলে সতর্ক করে দেন বিজ্ঞানীরা।

advertisement

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বিশ্ব মৌমাছি দিবসে সতর্কবার্তা কৃষকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল