Uttar Dinajpur News: ইট বোঝাই ট্রাক্টরে লরির ধাক্কা! মৃত ইটভাটা শ্রমিক, আহত আরও ২
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
চাকুলিয়ায় জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনায় মৃত ইটভাটা শ্রমিকের বাড়ি বিহারে।
উত্তর দিনাজপুর: ইট বোঝাই ট্রাক্টর ও লরির সংঘর্ষে মৃত্যু হল ইটভাটার শ্রমিকের। জখম আরও দুই। চাকুলিয়ার মনোরা এলাকায় জাতীয় সড়ক পার হচ্ছিল ইট বোঝাই ট্রাক্টরটি। তার উপর বসে ছিলেন ইটভাটার কয়েকজন শ্রমিক। সেইসময় একটি লরি ছুটে এসে সজরে তাতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ শামসুল নামে ইটভাটার এক শ্রমিকের।
চাকুলিয়ায় জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনায় মৃত ইটভাটা শ্রমিকের বাড়ি বিহারে। দুর্ঘটনার পরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়ার কানকি ফাঁড়ির পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
advertisement
advertisement
উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় পথ দুর্ঘটনার সংখ্যা ক্রমশই বাড়ছে। বিষয়টি নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। পুলিশ পথ দুর্ঘটনা ঠেকানোর শত চেষ্টা করলেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। এই বিষয়ে পুলিশ সূত্রে বলা হচ্ছে, গাড়িচালকদের একাংশের বেপরোয়া মনোভাবের জন্যই পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এদিকে শনিবার সকালে চাকুলিয়ার এই দুর্ঘটনার পরই ঘাতক লরিটিকে আটক করে পুলিশ। ঘাতক লরিটির গতি বেশি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2023 4:41 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: ইট বোঝাই ট্রাক্টরে লরির ধাক্কা! মৃত ইটভাটা শ্রমিক, আহত আরও ২