রায়দিঘীর ঐতিহ্য রায়দিঘীর দিঘী।
শতাব্দী প্রাচীন এই দিঘীর নামেই এলাকার নাম। সেই দিঘীকেই পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে একের পর এক উদ্যোগ নিয়েছিল সুন্দরবন উন্নয়ন পর্ষদ ও রাজ্যের পর্যটন বিভাগ। প্রায় ৭০ বিঘা জায়গা জুড়ে অবস্থিত এই দিঘীটি। সংস্কারের অভাবে একসময় পতিত হয়ে পড়ছিল রায়দিঘীর দিঘী ।
advertisement
বর্তমানে সুন্দরবন উন্নয়ন পর্ষদ, দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ, রাজ্যের পর্যটন বিভাগ সহ একাধিক দফতরের উদ্যোগে এই দিঘীর সংস্কারের কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে দিঘীর উন্নয়নয়ের পিছনে।আমূল বদলে ফেলা হয়েছে দিঘীটিকে। বর্তমানে চারিদিকে সুসজ্জিত ফুলের গাছ লাগানো হয়েছে। পর্যটকদের থাকার জন্য তৈরি করা হচ্ছে কটেজ। চলছে সৌন্দর্যায়নের কাজ। এছাড়াও চলছে মূল প্রবেশ পথে সুসজ্জিত গেট তৈরির কাজ।
বর্তমানে পার্কের মধ্যে নতুন টয়লেটের বন্দোবস্ত করা হয়েছে। এখানে আসলে আপনি পার্কে ঘোরার পাশাপাশি ঘুরে আসতে পারেন বিখ্যাত জটার দেউলে। পার্ক থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই দেউল। তাহলে আর অপেক্ষা কিসের ঘুরে আসুন রায়দিঘির দিঘী থেকে।
নবাব মল্লিক