এই বছর মথুরাপুরের ঘোড়াদলে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ৪৩ তম বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। সেখানেই প্রতিযোগিতার ম্যাসকট হিসেবে বাঘকে তুলে ধরা হয়।
সুন্দরবন তথা গোটা দক্ষিণ ২৪ পরগনার গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার। সেই রয়্যাল বেঙ্গলকে বিশ্বের দরবারে তুলে ধরতে এই প্রয়াস নেওয়া হয়েছিল বলে সংস্থার কর্তাদের তরফ থেকে জানা গিয়েছে। এই প্রতিযোগিতায় সর্বমোট ৩৬ টি ইভেন্ট ছিল। জেলার ৫ টি মহাকুমার ৩৪৫ টি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যার জেরে গত কয়েক দিন ধরে ঘোড়াদল কার্যত মহামিলন ক্ষেত্রে পরিণত হয়।
advertisement
আরও পড়ুন: তামিলনাড়ুতে কাজে গিয়ে বাস থেকে পড়ে মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের
এই ক্রীড়া প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল জিমন্যাস্টিক প্রদর্শনী ও বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য খেলার আয়োজন। এই বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলার একাধিক বিধায়ক, স্কুল পরিদর্শক সহ অন্যন্যা আধিকারিকগণ। এই ধরণের বড় প্রতিযোগিতা ঘোড়াদলের মত এলাকায় প্রথম হল বলে জানা গিয়েছে। আগে এমন মেগা ইভেন্ট এমন প্রত্যন্ত এলাকায় হত না বললেই চলে। তবে এবার সেই ছক বদলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতেও আয়োজন করা হয়েছে। যার ফলে খুশি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। তবে এবারে সব থেকে বেশি নজর কেড়েছে ম্যাসকট বাঘের প্রতিকৃতি।
নবাব মল্লিক