একটি ভয়াবহ পাহাড় ধসের ঘটনা নাড়া দিয়েছিল তাঁকে। এরপরই মালদা জেলার তরুণী মানসী বিশ্বাস সিদ্ধান্ত নেন, যে বদলে যাওয়া পরিবেশ নিয়ে সাধারণ মানুষজনকে অবগত করা খুবই জরুরি। নাহলে হয়তো অদূর ভবিষ্যতে আরও বড় বিপদ ঘটে যেতে পারে। সেই ভাবনা থেকেই পরিবেশ বাঁচাঁতে মানসী টাইগার হিল থেকে পদযাত্রা শুরু করেন। পথে একাধিক মানুষের সঙ্গে দেখা হয় তার। সকলকেই তিনি পরিবেশ রক্ষার বার্তা দেন।
advertisement
আরও পড়ুন : কোটি কোটি টাকার সম্পত্তি দান করে সন্ন্যাস নিচ্ছেন ধনকুবের ব্যবসায়ী পরিবার
প্রতিদিন সূর্যোদয়ের পর থেকে প্রায় ৩০ থেকে ৪০ কিমি টানা হাঁটতেন তিনি, কখনও গাছতলায়, কখনও আবার কোনও দোকানের বারান্দায় দাঁড়িয়ে পড়তেন। সেখানেই তিনি পরিবেশ রক্ষার বার্তা দিতেন। তাঁকে দেখে উৎসাহী জনতা তাঁর কথা শুনতে ভিড় জমাত সেখানে।
মূলত গাছ, নদী, মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য তিনি বার্তা দিয়েছেন। নগরায়াণের জন্য যথেচ্ছ হারে যে গাছ কাটা হচ্ছে, তা কমাতে না পারলে আগামীদিনে আরও বড় বিপদ নেমে আসতে পারে পৃথিবীর বুকে এমনই মত মানসীর। শুধুমাত্র পদযাত্রা নয় আগামীদিনে পরিবেশ রক্ষার জন্য লড়াই চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন তিনি।





