Embracing Monkhood : কোটি কোটি টাকার সম্পত্তি দান করে সন্ন্যাস নিচ্ছেন ধনকুবের ব্যবসায়ী পরিবার

Last Updated:

Embracing Monkhood : পরিবারের কর্তা পীযূষভাইয়ের ভুজে রেডিমেড জামাকাপড়ের হোলসেল ব্যবসা আছে। বার্ষিক টার্ন ওভার ছাপিয়ে যায় কয়েক কোটি।

আমদাবাদ : সব ধনসম্পদ ত্যাগ করে সন্ন্যাসের পথে পা রাখার সিদ্ধান্ত নিল গুজরাতের ভুজের এক ধনকুবের পরিবার। ভুজের ভাগাড়া এলাকার অজরামার অঞ্চলের বাসিন্দা ওই পরিবারের কর্তা পীযূষ কান্তিলাল মেহতা, তাঁর স্ত্রী পূরবীবেন, ছেলে মেঘকুমার এবং ভাইপো কৃষ্ণকুমার নিকুঞ্জ একসঙ্গে সন্ন্যাসে দীক্ষাগ্রহণ করবেন। জৈনদের শ্বেতাম্বর সম্প্রদায়ের শ্রী কোটি স্থানকবাসী জৈন সঙ্ঘের তত্ত্বাবধানে তাঁরা দীক্ষাগ্রহণ করতে চলেছেন। এই উপলক্ষে অনুষ্ঠিত হবে জমকালো অনুষ্ঠান।
সন্ন্যাস গ্রহণের আগে নিয়ম অনুযায়ী পরিবারের সব সম্পত্তি দান করে দিতে হবে। পরিবারের কর্তা পীযূষভাইয়ের ভুজে রেডিমেড জামাকাপড়ের হোলসেল ব্যবসা আছে। বার্ষিক টার্ন ওভার ছাপিয়ে যায় কয়েক কোটি। সন্ন্যাসব্রত গ্রহণ করবেন বলে এই সব ধনসম্পত্তি তাঁরা ত্যাগ করে দান করবে দেবেন।
advertisement
advertisement
সন্ন্যাসব্রত গ্রহণের ইচ্ছে সবথেকে আগে আচ্ছন্ন করে পীযূষের স্ত্রী পূরবীবেনকে। তার পর রাজি হন তাঁর স্বামী, ছেলে এবং পরিবারের আর এক সদস্য। তাঁদের দীক্ষাগ্রহণ পর্বের সাক্ষী থাকতে দূরদূরান্ত থেকে উপস্থিত হয়েছেন জৈন সাধু এবং পুণ্যার্থী। কচ্ছ, সৌরাষ্ট্র, আমদাবাদ, সুরাত, মুম্বই এবং অন্যান্য অঞ্চল থেকে ৫৫ জনের বেশি সাধু উপস্থিত হয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Embracing Monkhood : কোটি কোটি টাকার সম্পত্তি দান করে সন্ন্যাস নিচ্ছেন ধনকুবের ব্যবসায়ী পরিবার
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement