আরও পড়ুন: শহরের জলের সমস্যা মেটাতে নিজস্ব বন্দোবস্তের পথে শিলিগুড়ি পুরসভা
মহেশতলা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কিষাণ প্রতাপ সিং-এর একমাত্র ছেলে ঈশান সিং। ছোট থেকেই ইচ্ছে ছিল ক্যারাটে শেখার। স্কুলের ক্যারাটে ক্লাসে যোগ দেওয়ার মাধ্যমে মার্শাল আর্টে হাতেখড়ি। ঈশানের বাবা একজন ছোট ব্যবসায়ী। তবে ছেলের ক্যারাটের শখের সঙ্গে কখনও আপোষ করেননি। পাঁচ বছর ধরে লাগাতার অধ্যাবসায়ের পর এল এই বিরাট সাফল্য। সাউথ এশিয়া ক্যারাটে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তেলেঙ্গানার প্রতিযোগীকে হারিয়ে ডবল গোল্ড মেডেল জিতে নেয় ঈশান।
advertisement
এই সাফল্যের পর ঈশানের নাম আন্তর্জাতিক স্তরের ক্যারাটে প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে জাপানে আয়োজিত হবে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা। সেখানে বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা আসবে। সেখানেই খেলবে ঈশান। আপাতত সেই লক্ষ্যেই প্রস্তুতি চলছে। সে দিল্লি থেকে সফল হয়ে বাড়ি ফেরার পর প্রতিবেশীরা এসে দেখার জন্য ভিড় করেন। ঈশানের এই সাফল্যে খুশি আত্মীয়-স্বজন থেকে শুরু করে প্রতিবেশীরা সকলে।
নবাব মল্লিক