TRENDING:

Sports News: দীপা কর্মকারের পথ ধরে সফল জয়নগরের লাবনী, জিমন্যাস্টিকে এল বড় সাফল্য

Last Updated:

বেঙ্গালুরুতে আয়োজিত জাতীয় জিমন্যাস্টিক প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করে সে। সেখানে সকলকে চমকে দিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ মেডেল জেতে লাবনী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: কর্মব্যস্ত জীবনে আমাদের থেকে হারিয়ে যাচ্ছে খেলাধুলা। তবে মনের ইচ্ছে ও জেদ থাকলে সব অসম্ভবকেই সম্ভব করা যায়। আর তাই তো গরিব ঘরের মেয়ে হয়েও পড়াশোনার পাশাপাশি জিমন্যাস্টিক করে দেশের কাছে বাংলার মুখ উজ্জ্বল করল লাবনী দাস। জয়নগরের এই দশম শ্রেণির ছাত্রী জিমন্যাস্টিকে দেশের মধ্যে তৃতীয় হয়েছে।
advertisement

জয়নগর-২ ব্লকের সাহাজাদাপুর পঞ্চায়েতের খনিয়া সাহাজাদাপুর দাস পাড়ায় বাড়ি লাবনী দাসের। গত মাসে বেঙ্গালুরুতে আয়োজিত জাতীয় জিমন্যাস্টিক প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করে সে। সেখানে সকলকে চমকে দিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ মেডেল জেতে লাবনী। সে স্থানীয় নিমপীঠ সারদা বিদ্যামন্দিরের দশম শ্রেনির পড়ুয়া।

আরও পড়ুন: নাকা চেকিংয়ের বদলে এ কী করছে পুলিশ! দেখুন ভিডিও

advertisement

ছোট থেকেই খেলাধুলোর প্রতি লাবনীর আগ্রহ ছিল। আর তার এই আগ্রহকে তুলে ধরতে এগিয়ে আসেন জয়নগর সৃজনি ক্লাবের জিমন্যাস্টিক প্রশিক্ষক দেবাশিস নস্কর। তাঁর লাগাতার লেগে থাকার ফল আজ পেল লাবনী। সেইসঙ্গে মা-বাবার ও সমর্থন পেয়েছে এই কিশোরী।

View More

লাবনীর বাবা কলকাতায় একটি ক্যাটারিং সার্ভিসে কাজ করেন। মা গৃহবধূ। সংসারে অনটন লেগেই থাকে। তার‌ই মধ্যে নিজের জেদ ও একাগ্রতাকে সম্বল করে সাড়া ফেলে দিল দশম শ্রেণির এই ছাত্রী। তার এই কাজে গর্বিত হয়ে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ সংবর্ধনা দেন। নিজের স্কুল থেকে এই স্বীকৃতি পেয়ে খুশি লাবনী। সে চায় পড়াশোনার পাশাপাশি জিমন্যাস্টিকে আরও মনোসংযোগ করতে। যাতে আগামী দিনে আন্তর্জাতিক স্তরে উদ্দেশ্যের মুখ উজ্জ্বল করতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Sports News: দীপা কর্মকারের পথ ধরে সফল জয়নগরের লাবনী, জিমন্যাস্টিকে এল বড় সাফল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল