আরও পড়ুন: আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় প্রথম আরামবাগের সূর্য
এই অনুষ্ঠানের সূচনা করেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী অশেষানন্দজি মহারাজ। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের তৈলবীজ গবেষণা কেন্দ্রের নির্দেশক রবি কুমার মাথু। হাজির ছিলেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান চন্দন কুমার মণ্ডল সহ কৃষি-বিজ্ঞান কেন্দ্রের অন্যান্য বিজ্ঞানীগণ।
advertisement
১০০ জন কৃষকের উপস্থিতিতে বর্তমান উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার ও সুন্দরবনে তার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিভিন্ন প্রান্তিক কৃষকদের সাফল্যের কাহিনী ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়। অনুষ্ঠান শেষে প্রত্যেক কৃষককে একটি করে ন্যানো ইউরিয়া প্রদান করা হয় যা আধুনিক উপায়ে সার ব্যবস্থাপনার একটি অন্যতম উপায়। সবশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিশেষজ্ঞ শ্রী প্রশান্ত চ্যাটার্জী।
সুমন সাহা