Hooghly News: আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় প্রথম আরামবাগের সূর্য
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় প্রথম হয়ে বাংলা তথা গোটা দেশের মুখ উজ্জ্বল করলেন আরামবাগের সূর্য মুখোপাধ্যায়
হুগলি: ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগা চ্যাম্পিয়নশিপে ভারতের মুখ উজ্জ্বল করলেন আরামবাগের সূর্য মুখোপাধ্যায়। তিনি এই প্রতিযোগিতায় প্রথম হয়ে সোনা জিতেছেন। এই আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় তিন ভারতীয় তিন যুবক প্রথম স্থান অধিকার করে। তার মধ্যে আরামবাগের সূর্য অন্যতম।
গত ৯ ও ১০ সেপ্টেম্বর থাইল্যান্ডে এই আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট ১১ টি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মোট ১৮ জন যুবক-যুবতী এই প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে ১১ জন বিভিন্ন বিভাগে পুরস্কার জেতেন। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র সূর্য মুখোপাধ্যায় এই যোগা প্রতিযোগিতায় সোনা জিতেছেন।
advertisement
advertisement
সূর্য নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি ব্যায়াম করতেন। তারপর ধীরে ধীরে যোগার দিকে আকর্ষিত হন। চলত দিনরাত প্রশিক্ষণ। বর্তমানে আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ের ছাত্র সূর্য। মা ভাস্বতী মুখোপাধ্যায় গৃহবধূ ও বাবা হারাধন মুখোপাধ্যায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সূর্যের এই সাফল্যে বেজায় খুশি পরিবারের সদস্যরা। সূর্যের হাত ধরে বিশ্বের দরবারে আরও একবার উজ্জ্বল হল বাংলার মুখ।
advertisement
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2023 11:33 AM IST