তার মধ্যে অন্যতম দক্ষিণ বারাসতের ইয়ং ব্লাড ক্লাবের শ্যামা পুজা। এ বছর তাদের পুজো ৫০ বছরে পা দিল। দক্ষিণ বারাসত অটোস্ট্যান্ডে খুঁটি পূজার আয়োজন করা হয়। ঢাক কাঁসর বাজিয়ে খুঁটি পুজোর আয়োজন করেন ইয়ং ব্লাডের উদ্যোক্তারা। এই খুঁটিপুজাতে জয়নগরের বিধায়ক সহ ক্লাবের প্রাচীন ও নব্য সহ অন্যান্য সদস্যরা। এ বিষয়ে ইয়ং ব্লাডের সভাপতি তাপস বিশ্বাস তিনি বলেন খুঁটি পূজার মাধ্যমে আমাদের শ্যামা মায়ের পুজোর সূচনা করা হয়।
advertisement
আরও পড়ুনঃ ভিন রাজ্যের পূণ্যার্থীদের কথা মাথায় রেখে সাগরে তৈরি হল ফুড কোর্ট
এ বছর আমাদের পুজো ৫০ তম বর্ষে পা দিয়েছে। প্রতিবছর কিছু না কিছু চমক থাকে আমাদের পুজোতে প্রচুর মানুষ ভিড় করে আমাদের এই মন্ডপ ও প্রতিমা দেখার জন্য। তাই দর্শনার্থীদের কথা মাথায় রেখে এ বছর আমাদের পুজোর থিম ' আদিম সভ্যতা ' অর্থাৎ গুহার মধ্যে মায়ের অবতরণ। আমরা আশা করছি গতবছরের তুলনায় এ বছর দর্শনার্থীদের মন কাড়বে আমাদের এই মণ্ডপ। পাশাপাশি আলোকসজ্জা মাধ্যমে পুরো এলাকা সাজিয়ে তোলা হবে।
Suman Saha