হাসপাতালে একটি মাত্র পুকুর নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছে এমনকি ওই পুকুরেও ফেলা হচ্ছে মেডিক্যাল বর্জ্য। কাকদ্বীপ মহকুমার কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথরপ্রতিমা ব্লকের একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল এটি। প্রতিদিন প্রায় ৪ হাজার মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন। কিন্তু সেই হাসপাতালেই এমন অবস্থা হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে রোগির আত্মীয়দের মধ্যে। এই দুর্গন্ধময় পরিবেশের জন্য সরব হয়েছেন তাঁরা। দ্রুত হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ ফেরানোর দাবী তুলেছেন সকলেই।
advertisement
আরও পড়ুনঃ নাইলনের জাল ছিঁড়ে জঙ্গলের কোর এরিয়ায় ঢুকে নিজেরাই বিপদ ডাকছেন মৎস্যজীবীরা
এ নিয়ে হাসপাতালে আগত এক রোগীর আত্মীয় নারায়ণ গায়েন জানান হাসপাতালে আসার পর থেকে হাসপাতালের এই অবস্থা দেখে শরীর গুলিয়ে উঠছে। আবর্জনা পরিষ্কার না করে সকাল, বিকাল সন্ধ্যায় ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে। এতে দূর্গন্ধ আরও বাড়ছে। কাজের কাজ কিছুই হচ্ছেনা।হাসপাতালে সাফাইকর্মীর অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার কৃষেন্দু রায়।
Nawab Mallick