আরও পড়ুন: বেপরোয়া বাইক ঠেকাতে রাস্তায় শহরবাসী
দ্রুত পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ এবং নিয়োগের দাবিতে ডায়মন্ডহারবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন ২০০৯-এর প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেলভুক্ত চাকরিপ্রার্থীদের একাংশ। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁরা নিয়োগপত্র পাননি বলে অভিযোগ করেন। এদিন এই চাকরির প্রার্থীরা একটি খাটিয়ায় জীবন্ত মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান। এই বিষয়ে চাকরিপ্রার্থী দেবাশিস বিশ্বাস বলেন, আমাদের কথা কেউ ভাবে না। এত বছরে আমরা জীবন্ত লাশে পরিণত হয়েছি। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও আমাদেরকে নিয়োগ করা হল না। তারই প্রতিবাদে এই জীবন্ত লাশ নিয়ে বিক্ষোভ বলে তিনি জানান।
advertisement
বিক্ষোভে অংশ নেওয়া চাকরিরপ্রার্থীদের অভিযোগ, শিক্ষক নিয়োগ প্যানেলে কারচুপি করা হয়েছে। গত ১৪ বছরে অনেকেরই বয়স বেড়ে গিয়েছে, ফলে সকলে চাকরির সুযোগ পাবেন না। গোটাটাই সরকার ও প্রশাসনের গাফিলতিতে হয়েছে বলে তাঁরা দাবি করে। বিক্ষোভকারী সুদীপ্তা নস্কর বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত আমরা চাকরি পাইনি। ১৪ বছর ধরে আমরা লড়াই চালাচ্ছি। আগামী দিনে নবান্ন অভিযান সহ নানান পথে তাঁরা আন্দোলন এগিয়ে নিয়ে যাবেন বলে জানান। সাধারণত ১২ বছর কোনও ব্যক্তি নিখোঁজ থাকলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সেই প্রসঙ্গ টেনে সুদীপ্তার বক্তব্য, আমরা তো ১৪ বছর ধরে বঞ্চিত। জীবন্ত লাশে পরিণত হয়েছি, তাই আমাদের কথা কেউ আর ভাবে না। এদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান এদিন অফিসে ছিলেন না। তাই তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সুমন সাহা