North 24 Parganas News: বেপরোয়া বাইক ঠেকাতে রাস্তায় শহরবাসী

Last Updated:

বেপরোয়া বাইকের দৌরাত্ম্যে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের, রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে এলাকার মানুষ। এই অবস্থায় বেপরোয়া বাইক চালকদের দৌরাত্ম্য ঠেকাতে রাস্তায় নামল উত্তর ২৪ পরগনার অশোকনগরের নাগরিক সমাজ

+
title=

উত্তর ২৪ পরগনা: সূর্য ডুবে সন্ধের অন্ধকার নামলেই অশোকনগরে শুরু হয় বাইক রেস। বেপরোয়া যুবকদের এই গতির দৌড় আমজনতার কাছে রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতে ভয় পাচ্ছে মানুষ। বিকট শব্দের সাইলেন্সার ফাটা বাইকের গতি ডেকে আনছে মৃত্যু। পরপর বেশ কয়েকটি এমন ঘটনায় আতঙ্কের পাশাপাশি প্রবল ক্ষুব্ধ এলাকাবাসী। আর তাই প্রশাসনের উপর ভরসা না করে নিজেরাই বাঁচার পথ খোঁজার উদ্দেশ্যে রাস্তায় নামল অশোকনগরের নাগরিক সমাজ।
কয়েকদিন আগেই বাড়ির সামনে বেপরোয়া বাইকের ধাক্কায় অশোকনগরে প্রাণ হারান বছর ৫৭-এর পঙ্কজ পোদ্দার। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। বেপরোয়া বাইকের দৌরাত্ম্য বন্ধ করতে ‌শুরু হয় নাকা চেকিং। যদিও তাতে বেপরোয়া বাইকের উৎপাত কমেনি বলে এলাকাবাসীর অভিযোগ। এই পরিস্থিতিতে আর পুলিশের ভরসায় না থেকে সেখানকার নাগরিক সমাজ রাস্তায় নেমে নিজেরাই বেপরোয়া বাইকের দৌরাত্মক থামানোর উদ্যোগ নিল।
advertisement
advertisement
মঙ্গলবার অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অতীত সরকারের উদ্যোগে দুই মদ্যপ বাইক চালককে ধাওয়া করে ধরে ধরে ফেলে এলাকার মানুষ। তারা মাতাল অবস্থাতেই প্রবল গতিতে বাইক চালিয়ে যাচ্ছিল। দেখা যায় তাদের কারোর বয়স‌ই এখনও ১৮ পেরোয়নি। তাদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে পুলিশ সূত্রে খবর, গত তিন দিনের নাকা চেকিংয়ে ১০০, ৫৫ ও ৯৫ জন বেপরোয়া বাইক চালককে আইন ভাঙার কেস দেওয়া হয়েছে। অশোকনগর চৌরঙ্গী এলাকা থেকে স্টেডিয়ামের রাস্তার দু’ধারে গজিয়ে ওঠা ফুড স্টল ও ক্যাফেগুলিকেও এই বিষয়গুলি নিয়ে সতর্ক করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে। এতো কিছুর পরও বেপরোয়া বাইক চালকদের হুঁশ না ফেরায় এবার শহরবাসীকেই পথে নামতে হল।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বেপরোয়া বাইক ঠেকাতে রাস্তায় শহরবাসী
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement