Hooghly News: পরিবেশ বাঁচাতে সাইকেলে চেপে হাওড়া থেকে বিষ্ণুপুর যাত্রা

Last Updated:

পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করে দূষণ ঠেকানোর বার্তা দিতে হাওড়া থেকে বিষ্ণুপুর সাইকেল র‍্যালি তিন যুবকের

+
title=

হুগলি: বেড়েই চলেছে দূষণ। তার ধাক্কায় বদলে যাচ্ছে জলবায়ু। তার পরিণাম যে কত দিক থেকে ভয়াবহ হয়ে উঠছে তার আর ইয়াত্তা নেই। সম্প্রতি আরেকটি মারাত্মক তথ্য এসেছে। জলবায়ু পরিবর্তন এবং পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলে গলতে শুরু করেছে মেরু অঞ্চলের বড় বড় হিমবাহ। তার ফলে বেরিয়ে আসছে হাজার হাজার বছর ধরে চাপা পড়ে থাকা প্রাণঘাতী ভাইরাস, ব্যাকটেরিয়া। এই অবস্থায় মনুষ্য সমাজের অস্তিত্ব রক্ষার জন্য পরিবেশ দূষণ ঠেকানোটা সবচেয়ে জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই লক্ষ্যে শামিল হলেন হাওড়ার তিন যুবক। পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে তাঁরা হাওড়া থেকে বিষ্ণুপুর যাত্রা করলেন।
দূষণের হাত থেকে প্রকৃতিকে বাঁচাতে এই সাইকেল যাত্রার মধ্য দিয়ে তাঁরা ছড়িয়ে দিচ্ছেন সচেতনতার বার্তা। সকলেই হাওড়ার দাসনগরে বাসিন্দা। তাঁরা দাসনগর থেকে আরামবাগের উপর দিয়ে বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সাইকেলের মতো পরিবেশবান্ধব যান ব্যবহারের উপকারিতা তুলে ধরছেন এই যাত্রাপথে।
advertisement
advertisement
ওই যুবকরা জানান, যেভাবে প্রতিদিন যানবাহন বাড়ছে তাতে দূষণ ক্রমশই বাড়ছে পরিবেশে। রাস্তা দিয়ে যাওয়ার সময় যানবাহনের ধোঁয়ায় পরিবেশ ও মানুষের ক্ষতি হচ্ছে। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাই দূষণ রোধের বার্তা দিতে সাইকেল নিয়ে এই বিশেষ যাত্রার সিদ্ধান্ত।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পরিবেশ বাঁচাতে সাইকেলে চেপে হাওড়া থেকে বিষ্ণুপুর যাত্রা
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement