Kolkata Road Accident: বেহালার পর ফের দুর্ঘটনা হরিদেবপুরে! ট্যাক্সির ধাক্কায় গুরুতর আহত দ্বিতীয় শ্রেণির ছাত্র

Last Updated:

Kolkata Road Accident: বেহালা চৌরাস্তার পর ফের পথ দুর্ঘটনা৷ মর্মান্তিক দুর্ঘটনার রেশ এখনও কাটেনি৷ দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার মৃত্যু যেন সকলের চোখ খুলে দিয়েছে৷ এর কয়েকদিনের মধ্যেই ফের হরিদেবপুরের কালিতলা এলাকায় দুর্ঘটনা ঘটল।

কলকাতা: বেহালা চৌরাস্তার পর ফের পথ দুর্ঘটনা৷ মর্মান্তিক দুর্ঘটনার রেশ এখনও কাটেনি৷ দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার মৃত্যু যেন সকলের চোখ খুলে দিয়েছে৷ এর কয়েকদিনের মধ্যেই ফের হরিদেবপুরের কালিতলা এলাকায়  ঘটল দুর্ঘটনা।
পরিবারের লোকের সঙ্গে স্কুলে যাচ্ছিল শ্রী সত্য বাল বিহার স্কুল এর দ্বিতীয় শ্রেণির ছাত্র৷ আচমকাই বাচ্চাটি হাত ছিঁটকে চলে আসে রাস্তার উপরে এবং সেই সময়েই পিছন থেকে ট্যাক্সি এসে তাঁকে ধাক্কা মারে৷ গুরুতর আহত অবস্থায় বাচ্চাটিকে প্রথমে ঠাকুরপুকুর কস্তুরী নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতাল।
advertisement
advertisement
যে ট্যাক্সিটি বাচ্চাটিকে ধাক্কা মারে সেই  গাড়ির ড্রাইভার বাচ্চাটিকে নিয়ে যায় হাসপাতালে৷ বাচ্চাটির সিটি স্ক্যান করে দেখা হবে, মস্তিষ্কে কোনও রক্তপাত হয়েছে কি না? বর্তমানে বাচ্চাটি হাসপাতালে স্বাভাবিক ভাবেই কথা বলছে৷ তবে কিছু সময় অবজার্ভেশনে রাখতে চাইছেন ডাক্তাররা। সব কিছু ঠিক থাকলে বাচ্চাটিকে ছেড়ে দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Road Accident: বেহালার পর ফের দুর্ঘটনা হরিদেবপুরে! ট্যাক্সির ধাক্কায় গুরুতর আহত দ্বিতীয় শ্রেণির ছাত্র
Next Article
advertisement
ভারতের হামলার ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! মেরামত চলছে সামরিক ঘাঁটিগুলিতে...স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি!
অপারেশন সিঁদুরের ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি
  • নতুন উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতের হামলার ছয় মাস পরও পাকিস্তানের নুর খান এয়ারবেসে মেরামত চলছে.

  • জেকবাবাদ এয়ারবেসের উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতীয় আক্রমণে ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারের মেরামত এখনও চলছে.

  • ২০২৫ সালের মে মাসে ভারত অপারেশন সিঁদুর শুরু করে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে.

VIEW MORE
advertisement
advertisement