আর এই খবর গোপনে পৌঁছে যায় জয়নগর থানার পুলিশের কাছে। সোমবার রাতেই জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে জয়নগর থানার অন্তর্গত হোগলা বানেশ্বরপুরে একটি বাড়িতে অপ্রাপ্ত বয়স্ক একটি ছেলে ও একটি মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে । সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে সাথে সাথে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বিয়ের আসর থেকে অপ্রাপ্তবয়স্ক পাত্র-পাত্রীকে তুলে আনে এবং পাশাপাশি পাত্রের জামাইবাবু দেবরাজ মন্ডল এবং কাকা নেপাল মন্ডল কে গ্রেফতারকরে।
advertisement
আরও পড়ুনঃ গুলিবিদ্ধ হয়েছে ছেলে! নরেন্দ্রপুরের বাড়িতে উৎকণ্ঠা
মঙ্গলবার সকালে ধৃত নাবালক পাত্র সহ তার জামাইবাবু দেবরাজ মন্ডল ও নেপাল মণ্ডল কে জয়নগর থানা থেকে বারুইপুর আদালতে পাঠানো হয়। এভাবে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কেন নাবালক পাত্র ও নাবালিকা পাত্রীর বিয়ে দেওয়ার চেষ্টা করছিল কাকা এবং জামাইবাবু তা জানার চেষ্টা করছে পুলিশ। নাবালক পাত্র সহ তার জামাইবাবু ও কাকাকে বারুইপুর আদালতে পাঠানো হয় এবং নাবালিকাকে হোমে পাঠানো হয়।
Suman Saha