South 24 Parganas News: গুলিবিদ্ধ হয়েছে ছেলে! নরেন্দ্রপুরের বাড়িতে উৎকণ্ঠা

Last Updated:

বাড়ি থেকে বেরিয়েছিল ডিউটি করার জন্য। তারপর বাড়িতে খবর আসে বাড়ির ছেলে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি বেসরকারি নার্সিং হোমের। বসিরহাটে গুলিবিদ্ধ পুলিশের নাম প্রভাত সর্দার। বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকায় বয়নালা গ্রামের।

+
title=

#নরেন্দ্রপুর : বাড়ি থেকে বেরিয়েছিল ডিউটি করার জন্য। তারপর বাড়িতে খবর আসে বাড়ির ছেলে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি বেসরকারি নার্সিং হোমের। বসিরহাটে গুলিবিদ্ধ পুলিশের নাম প্রভাত সর্দার। বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকায় বয়নালা গ্রামের। ২০০৭ সালে পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দেয় প্রভাত। মা,ছোট একটি মেয়ে ও স্ত্রী কে নিয়ে সংসার তার। সোমবার দুপুর ১টা নাগাদ ডিউটির জন্য বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলো প্রভাত। তার পরেই এই ঘটনা।
মঙ্গলবার বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমে অস্ত্রোপচার হবে বলে পরিবার সূত্রে খবর। এ ব্যাপারে পুলিশ কর্মীর বন্ধু রামপ্রসাদ মন্ডল আমার আমাদেরকে জানান। আমি টিভি থেকে খবর দেখে জানতে পারি এই ঘটনা ঘটেছে। আমি খবর পাওয়ার সাথে সাথে আমার বন্ধুর বাড়িতে আসি। সেখানে এসে জানতে পারি আমার বন্ধুকে বারাসাতের একটি নার্সিংহ ভর্তি করা হয়েছে। ওর দাদা খবর পেয়ে ওখানে যায়। দাদার সাথে যোগাযোগ রাখছি কথা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ দেশনায়কদের প্রতি সম্মানের পাঠ দিতে মগরাহাটের স্কুলে গেল পুলিশ
ঘটনায় পুরো ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। তবে এ ব্যাপারে পুলিশ কর্মীর মা তিনি জানান। আমাদেরকে রাসের মেলা তে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়।‌‌ তারপর খবরটি আমাদের কাছে আসে যে আমার ছেলেকে কে বা কারা গুলি করেছে। এখন হাসপাতালে ভর্তি। কেমন আছে, সেটাও তেমনভাবে জানতে পারিনি। শুনেছি ভালো আছে।
advertisement
advertisement
Suman Saha
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: গুলিবিদ্ধ হয়েছে ছেলে! নরেন্দ্রপুরের বাড়িতে উৎকণ্ঠা
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement