TRENDING:

South 24 Parganas News: যাতায়াতের জন্য মানুষের একমাত্র ভরসা মোটর ভ্যান, আর তাতেই প্রাণের ঝুঁকি!

Last Updated:

জয়নগরের মানুষের একবিংশ শতকের দাঁড়িয়ে যাতায়াতের জন্য একমাত্র ভরসা মোটর ভ্যান। দক্ষিণ ২৪ পরগনা জয়নগর দক্ষিণ বারাসাত থেকে জীবনতলা পর্যন্ত যাতায়াতের জন্য মানুষদের একমাত্র ভরসা এখনো মোটর ভ্যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়নগর : জয়নগরের মানুষের একবিংশ শতকের দাঁড়িয়ে যাতায়াতের জন্য একমাত্র ভরসা মোটর ভ্যান। দক্ষিণ ২৪ পরগনা জয়নগর দক্ষিণ বারাসাত থেকে জীবনতলা পর্যন্ত যাতায়াতের জন্য মানুষদের একমাত্র ভরসা এখনো মোটর ভ্যান। প্রাণের ঝুঁকি নিয়ে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে ভরসা মোটর ভ্যান। নিষিদ্ধ এই মোটর ভ্যান জয়নগরের বিভিন্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে একমাত্র যানবাহন। মূলত আমরা জানি এই মোটর চলিত ভ্যান সরকারি কোনরকম আওতার মধ্যে পড়ে না।
advertisement

কিন্তু তা জেনেও জয়নগর এলাকার দক্ষিণ বারাসাত থেকে কাশিপুর আবার কখনও জীবন মন্ডলের হাট থেকে দক্ষিণ বারাসাত পর্যন্ত প্রায় ১৫০ থেকে ২০০-র ও বেশি মোটর ভ্যান অর্থাৎ ইঞ্জিনচলিত ভ্যান যাতায়াত করে প্রতিদিন। এই ভ্যান সাধারণত এলাকার মানুষেরা তৈরি করে। জমিতে জল দেওয়া হয় যে পাওয়ারটিলার মেশিন। সেই মেশিন বেশ কিছুদিন চলার পর অকেজ হয়ে যায়। সেই মেশিন দিয়ে কোনও রকম ভাবে রিপেয়ারিং করে তৈরি করা হয় এই ভ্যান।

advertisement

আরও পড়ুনঃ মাধ‍্যমিকের ফর্ম ফিল আপের জন‍্য অতিরিক্ত অর্থ! বিক্ষোভ সাগরে

আর এই ভ্যানে প্রতিদিন মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। এই ভ্যানে কোনরকম বীমা বা সরকারি কাগজপত্র থাকেনা। যদি কোনও দুর্ঘটনা ঘটে যায় তার কোন সমাধান নেই এই ভ্যানে। তবে এ বিষয়ে এক ভ্যান ভ্যান চালক তিনি জানান আমরা দেখেছি আমাদের এই ভ্যানে বেশি মধ্যবিত্ত পরিবারের লোকেরা যাতায়াত করে। তার কারণ অটোতে গেলে যেখানে কুড়ি থেকে পঁচিশ টাকা ভাড়া পড়ে যায়।

advertisement

View More

আরও পড়ুনঃ ভেঙে পড়েছে মাটির বাড়ি! সন্তান নিয়ে আশ্রয় অন্যের বারান্দায়!

আমরা সেখানে তার থেকে আরও অনেক দূরে গেলেও ১৫ টাকার বেশি ভাড়া আমরা নিই না। আর তার জন্যেই আমাদের যাত্রী বেশি পরিমাণে ওঠে। আমরা জানি এই ভ্যান অবৈধ কিন্তু এটাই আমাদের সংসার চালানোর জন্য কোনও কাজ না পেয়ে এই ভ্যান চালিয়ে আমরা আমাদের রোজগার করে কোনও রকম ভাবে সংসার চালাই। যদি সরকার আমাদের কোনরকম ভাবে একটি ব্যবস্থা করে দেয় তাহলে আমরা আর বেআইনি ভ্যান চালাবো না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Suman Saha

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: যাতায়াতের জন্য মানুষের একমাত্র ভরসা মোটর ভ্যান, আর তাতেই প্রাণের ঝুঁকি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল