আরও পড়ুন: গরু পাচার মামলায় চাঞ্চল্যকর মোড়! তিহারে গিয়ে আবার সায়গলকে জেরা করবে সিবিআই
প্রতিদিনের মতো শুক্রবারও সকলের আগে স্কুলে এসে পৌঁছন জয়নগর পি সি পাল ইনস্টিটিটিউশনের প্রধান শিক্ষক অনুপ কুমার মুখোপাধ্যায়। কিন্তু এদিন স্কুলে ঢুকতে গিয়েই তাঁর খটকা লাগে। দেখেন মেন গেটের তালা ভাঙা। এরপর ভেতরে ঢুকে দেখেন লাইব্রেরি থেকে শুরু করে অফিস ঘর, শ্রেণীকক্ষ সর্বত্র তালা ভেঙে তছনছ করা হয়েছে। প্রধান শিক্ষকের ঘরের দরজার গ্রিল কেটে ভেতরে ঢুকে দুষ্কৃতীরা রীতিমতো তাণ্ডব চালিয়েছে। সঙ্গে সঙ্গে জয়নগর থানায় ফোন করে বিষয়টি জানান প্রধান শিক্ষক।
advertisement
খবর পেয়ে জয়নগর থানার পুলিশের একটি বিশেষ দল এসে হাজির হয় পি সি পাল ইনস্টিটিউশনে। এদিকে স্কুলে চুরির খবর শুনে এসে হাজির হন পরিচালন সমিতির সভাপতি চিন্ময় দে। তিনি পরে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে দুষ্কৃতী তাণ্ডব কোনভাবেই মেনে নিতে পারছি না। এদিকে স্কুল থেকে এখনও পর্যন্ত কী কী খোয়া গিয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। দুষ্কৃতীরা আবার স্কুলের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়ায় তাদের চিহ্নিত করাটাও কঠিন হয়ে পড়েছে। তবে এই মারাত্মক ঘটনার বিহিত করতে উঠেপড়ে লেগেছে পুলিশ।
সুমন সাহা