TRENDING:

Independence Day 2024: ব্রিটিশ বিরোধী আন্দোলনে চিরকাল উজ্জ্বল দক্ষিণ ২৪ পরগণার প্রত্যন্ত! জানুন অজানা ইতিহাস

Last Updated:

Independence Day 2024: দক্ষিণ ২৪ পরগনা, প্রায় কলকাতার গা ঘেঁষে অবস্থান এই জেলার। এই জেলা স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ঘাঁটি ছিল। এদিক থেকে দেখতে গেলে দক্ষিণ ২৪ পরগনা অনেকটাই স্বতন্ত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা, প্রায় কলকাতার গা ঘেঁষে অবস্থান এই জেলার। এই জেলা স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ঘাঁটি ছিল। এদিক থেকে দেখতে গেলে দক্ষিণ ২৪ পরগনা অনেকটাই স্বতন্ত্র।
advertisement

ইতিহাস, অবস্থান, ভূ-পরিচয় থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, পর্যটন-দক্ষিণ ২৪ পরগনার অনেক তথ্যই হয়তো সাধারণের কাছে অজানা। এই অজানাকে জানানোর উদ্দেশ্য এই ইতিহাস পরিচয়।

অনেকেই ভাবেন এই জেলার স্বাধীনতা সংগ্রাম কলকাতাকেন্দ্রিক বা এলিট শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে আদতে তা নয়। এই জেলার প্রান্তিক অঞ্চলে সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন।

advertisement

আরও পড়ুন : পড়েছিল নেতাজির পদধূলি, সুভাষচন্দ্র বসুর স্মৃতি অনুরণিত নবদ্বীপের রাধারমণ আশ্রমে

View More

বজবজ থেকে কাকদ্বীপ সমস্ত অঞ্চলেই বিস্তৃত ছিল এই আন্দোলন। ১৭৬০ দিকে ফকির-সন্ন্যাসী বিদ্রোহ থেকে শুরু করে ১৯৪৬ সালের তেভাগা আন্দোলন কার্যত সব প্রতিবাদেই অংশ নিয়েছিলেন এই এলাকার বাসিন্দারা। অংশ নিয়েছিলেন নীল বিদ্রোহ, মহাবিদ্রোহেও।

advertisement

স্বদেশী আন্দোলনের ধারায় ডায়মন্ড হারবার, নামখানা-সহ একাধিক জায়গায় শুরু হয়েছিল লবণ তৈরির কাজ। চলত খাদি বস্ত্র তৈরি। সহিংস আন্দোলনেও অংশ নিয়েছিলেন এই এলাকার বাসিন্দারা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কানাইলাল ভট্টাচার্য, নিশিকান্ত মজুমদার, চারুচন্দ্র ভান্ডারী থেকে শুরু করে অনেক বড় স্বাধীনতা সংগ্রামীর নাম যেমন রয়েছে। তেমন রয়েছে নাম না জানা অনেক বিপ্লবীও। এই সমস্ত অনেক অজানা ইতিহাস আমাদেরকে জানিয়েছেন রায়দিঘি কলেজের ইতিহাস বিভাগের প্রধান জাহান আলি পুরকাইত।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Independence Day 2024: ব্রিটিশ বিরোধী আন্দোলনে চিরকাল উজ্জ্বল দক্ষিণ ২৪ পরগণার প্রত্যন্ত! জানুন অজানা ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল