TRENDING:

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে কটি আসনে লড়াই আপনার জেলায়, দেখে নিন এক নজরে

Last Updated:

Panchayat Election 2023: দক্ষিণ ২৪ পরগনা বেশি পঞ্চায়েত শাসক দলের ক্ষমতায় রয়েছে। ৩১০ টি গ্রাম পঞ্চায়েত আছে যা ২৯ থানার অধিনে।৯২৬ টি পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদ ৮৫ টি রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা : রাজ্য নির্বাচন কমিশনার রাজ্য পঞ্চায়েত ভোটে দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। আগামী ৮ জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন।  ৯ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত চলবে মনোনয়ন জমা দেওয়ার কাজ এবং মনোনয়ন তুলে নেওয়ার জন্য ২০ তারিখ ধার্য করেছে রাজ্য নির্বাচন কমিশনারের তরফ থেকে। দক্ষিণ ২৪ পরগনা বেশি পঞ্চায়েত শাসক দলের ক্ষমতায় রয়েছে। ৩১০ টি গ্রাম পঞ্চায়েত আছে যা ২৯ থানার অধিনে।৯২৬ টি পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদ ৮৫ টি রয়েছে।
 পঞ্চায়েত নির্বাচন
পঞ্চায়েত নির্বাচন
advertisement

২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ এককভাবে ক্ষমতায় আসে শাসক দল।রাজ্য নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা না করলেও আগেভাগে শাসক দল থেকে বিরোধী সবাই পঞ্চায়েত ভোটের কাজে লেগে পড়েছিল। গ্রামে গ্রামে মিটিং থেকে শুরু করে দেওয়াল রং সবকিছু কাজ আগেভাগেই সেরে রেখেছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে কর্মী সমর্থকেরা। তবে এবার রাজ্য নির্বাচন কমিশনারের তরফ থেকে ভোটের দিন ঘোষণা করে দিয়েছে। মাত্র ৩০ দিন বাকি জোর কদমে লেগে পড়বে সমস্ত দলের রাজনৈতিক নেতা থেকে কর্মী সমর্থকরা।

advertisement

আরও পড়ুন: ‘এই সব কী হচ্ছে?..’ ডোমকলের অশান্তির পরেই জেলা প্রশাসনককে সোজা ফোন! কী বললেন কমিশনার?

আরও পড়ুন: আজ থেকেই শুরু মনোনয়ন জমা! হাতে সময় মাত্র  ৬ দিন, বিশৃঙ্খলা রুখতে কী কী করছে কমিশন?

View More

শাসক দল প্রত্যেক বাড়িতে যাবে পাঁচ বছরে তারা কতটা উন্নয়ন করেছে কতটা উন্নয়ন করেনি তার খতিয়ান তুলে ধরে প্রত্যেক বাড়িতে প্রচার কাজ শুরু করে দেবে ইতিমধ্যে। তবে অন্যদিকে বিরোধীরা শাসকদলের দুর্নীতি কে হাতিয়ার করে। প্রচার সারবে বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে বিরোধীদের থেকে। আবার কি পুনরায় শাসক দল ক্ষমতায় আসবে নাকি বিরোধীরা অনেক আসল দখল করবে এবারের পঞ্চায়েত নির্বাচনে তার জন্য তাকিয়ে থাকতে হবে ১১ই জুলাইয়ের দিকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে কটি আসনে লড়াই আপনার জেলায়, দেখে নিন এক নজরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল