২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ এককভাবে ক্ষমতায় আসে শাসক দল।রাজ্য নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা না করলেও আগেভাগে শাসক দল থেকে বিরোধী সবাই পঞ্চায়েত ভোটের কাজে লেগে পড়েছিল। গ্রামে গ্রামে মিটিং থেকে শুরু করে দেওয়াল রং সবকিছু কাজ আগেভাগেই সেরে রেখেছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে কর্মী সমর্থকেরা। তবে এবার রাজ্য নির্বাচন কমিশনারের তরফ থেকে ভোটের দিন ঘোষণা করে দিয়েছে। মাত্র ৩০ দিন বাকি জোর কদমে লেগে পড়বে সমস্ত দলের রাজনৈতিক নেতা থেকে কর্মী সমর্থকরা।
advertisement
আরও পড়ুন: ‘এই সব কী হচ্ছে?..’ ডোমকলের অশান্তির পরেই জেলা প্রশাসনককে সোজা ফোন! কী বললেন কমিশনার?
আরও পড়ুন: আজ থেকেই শুরু মনোনয়ন জমা! হাতে সময় মাত্র ৬ দিন, বিশৃঙ্খলা রুখতে কী কী করছে কমিশন?
শাসক দল প্রত্যেক বাড়িতে যাবে পাঁচ বছরে তারা কতটা উন্নয়ন করেছে কতটা উন্নয়ন করেনি তার খতিয়ান তুলে ধরে প্রত্যেক বাড়িতে প্রচার কাজ শুরু করে দেবে ইতিমধ্যে। তবে অন্যদিকে বিরোধীরা শাসকদলের দুর্নীতি কে হাতিয়ার করে। প্রচার সারবে বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে বিরোধীদের থেকে। আবার কি পুনরায় শাসক দল ক্ষমতায় আসবে নাকি বিরোধীরা অনেক আসল দখল করবে এবারের পঞ্চায়েত নির্বাচনে তার জন্য তাকিয়ে থাকতে হবে ১১ই জুলাইয়ের দিকে।
সুমন সাহা