WB Panchayat Election 2023: ‘এই সব কী হচ্ছে?..’ ডোমকলের অশান্তির পরেই জেলা প্রশাসককে সোজা ফোন! কী বললেন কমিশনার?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
অন্যদিকে, সূত্রের খবর, গোটা বিষয়টি নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গেও ফোনে কথা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারের। পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা নিয়ে আলোচনা হয়েছে রাজ্য পুলিশের ডিজি এর সঙ্গে। তাঁদের আলোচনার কেন্দ্রে মূলত ডোমকল ও খরগ্রামই ছিল বলে সূত্রের খবর। সূত্রের খবর, কমিশনার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে ‘জিরো টলারেন্স নীতি’ মেনে চলতে হবে পুলিশকে।
কলকাতা: গতকাল, অর্থাৎ, শুক্রবারই শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ৷ আজ সবে দ্বিতীয় দিন৷ তার মধ্যেই মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে অশান্তি ছড়াল জেলায় জেলায়৷ মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমানে মনোনয়ন পত্র জমা দিতে গেলে বিরোধীদের উপরে হামলার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে৷ গোটা ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করলেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার৷ প্রয়োজনে কড়া পদক্ষেপ করারও দেওয়া হল হুঁশিয়ারি৷
সূত্রের খবর, ডোমকলের অশান্তির পর পরই মুর্শিদাবাদের জেলা প্রশাসককে ফোন করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা৷ বলেন, ‘‘এই সব কী হচ্ছে? কেন মনোনয়ন জমা দিতে পারছে না? আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিন, যাতে জমা দিতে পারে। প্রয়োজনে পুলিশের সঙ্গে আলোচনা করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনুন।’’
advertisement
advertisement
আরও পড়ুন: অসহ্য পচা গন্ধে মরা ইঁদুরের খোঁজ শুরু করেছিল ফ্ল্যাটের লোকেরা, তারপরেই যা সামনে এল… বীভৎস!
অন্যদিকে, সূত্রের খবর, গোটা বিষয়টি নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গেও ফোনে কথা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারের। পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা নিয়ে আলোচনা হয়েছে রাজ্য পুলিশের ডিজি এর সঙ্গে। তাঁদের আলোচনার কেন্দ্রে মূলত ডোমকল ও খরগ্রামই ছিল বলে সূত্রের খবর। সূত্রের খবর, কমিশনার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে ‘জিরো টলারেন্স নীতি’ মেনে চলতে হবে পুলিশকে।
advertisement
এছাড়াও, জানা গিয়েছে, কমিশনারের সঙ্গে আলোচনার পরে মুর্শিদাবাদ যেতে পারেন রাজ্য পুলিশের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক।
গত শুক্রবারই মুর্শিদাবাদের খড়গ্রামে এক কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে৷ তার পর এ দিন সকালে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ডোমকল৷
আরও পড়ুন: আজ থেকেই শুরু মনোনয়ন জমা! হাতে সময় মাত্র ৬ দিন, বিশৃঙ্খলা রুখতে কী কী করছে কমিশন?
অভিযোগ, এ দিন সকাল থেকেই ডোমকলের বিডিও অফিসের গেট ঘেরাও করে রেখেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা৷ সিপিএম, কংগ্রেসের প্রার্থী ও সমর্থকরা মনোনয়ন জমা দিতে গেলে তাঁদের মারধর করে মনোনয়নে বাধা দেওয়া হয় বলে অভিযোগ৷ ফলে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়৷ বিরোধী দলের প্রার্থীদের ঘিরে ধরে বাঁশ, লাঠি দিয়ে মারধরের ছবিও ধরা পড়েছে ক্যামেরায়৷
advertisement
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী৷ এমনকি, লাঠি হাতে রাস্তায় নামানো হয় সিভিক পুলিশ ভলান্টিয়ারদেরও৷ সবমিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 10, 2023 3:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Election 2023: ‘এই সব কী হচ্ছে?..’ ডোমকলের অশান্তির পরেই জেলা প্রশাসককে সোজা ফোন! কী বললেন কমিশনার?