বর্তমানে ঘরছাড়া ওই নির্যাতিতা গৃহবধূ। স্থানীয় সুত্রে খবর, ওই নির্যাতিতা গৃহবধূর স্বামী ভিন রাজ্যে কাজ করেন। তিনি বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতেন। গত মঙ্গলবার গভীর রাতে এক যুবকের সঙ্গে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলেন তার শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যরা। এরপরই তাঁর শ্বশুরবাড়ির লোকজন ও এলাকার বাসিন্দারা ওই গৃহবধূ এবং ওই যুবককে বিবস্ত্র করে, গাছে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর শুরু করে দেয়। এমনকি সেই মুহূর্তের ভিডিও মুঠো ফোনে রেকর্ড করে ভিডিও তোলা হয়। পরে ওই ভিডিও ভাইরাল করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় ।
advertisement
অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূ ও যুবককে উদ্ধার করে কুলপি থানার পুলিশ। ঘটনার পর থেকে ঘরছাড়া রয়েছেন ওই নির্যাতিতা গৃহবধূ।
আরও পড়ুন - কেলেঙ্কারির একশেষ আর বলে কাকে! মদ্যপান করে স্ত্রীকে অশ্রাব্য গালাগালি, ছুঁড়ে মারলেন প্যান
মধ্যযুগীয় বর্বরতাকে ছাপিয়ে যাবে কুলপির এই ঘটনা। যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে এই ঘটনা সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই নড়েচড়ে বসে কুলপি থানার পুলিশ। সুন্দরবন পুলিশ জেলার এসপি ভাস্কর মুখোপাধ্যায় জানান, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত যারা রয়েছে তাদের বিরুদ্ধে কড়াব্যবস্থা নেওয়া হবে। তবে নিজের ওপর অমানবিক অত্যাচারের ঘটনায় সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ নির্যাতিতা গৃহবধূ।
আরও পড়ুন - Gossip: বিয়ের দুদিনের মধ্যেই এই কাণ্ড, সিঁদুর-মঙ্গলসূত্র কোথায়, আথিয়াকে নিয়ে জোর নিন্দা, রইল ফটো
ঘটনায় শনিবার রাত পর্যন্ত মোট ১২ জনকে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ, ঘটনার সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনের খোঁজ করেছে পুলিশ। আজ ধৃতদের ডায়মন্ড হারবার এ সি জে এম আদালতে পেশ করা হবে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩,৩৪১, ৩৫৪বি, ৩২৫, ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়।
Arpan Mandal